রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) -এ ২৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাPunjab National Bank (PNB)
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদ২৪০ টি
বেতন (₹)৩৬,০০০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১১ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.pnbindia.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Punjab National Bank Recruitment 2023

পদের নাম– পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে, সেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হলো –

  • Officer – Credit
  • Officer – Industry
  • Officer – Civil Engineer
  • Officer – Electrical Engineer
  • Officer – Architect
  • Officer – Economics
  • Manager – Economics
  • Manager – Data Scientist
  • Senior Manager – Data Scientist
  • Manager – Cyber Security
  • Senior Manager – Cyber Security

মোট শূন্যপদ– Punjab National Bank Recruitment 2023 -এ মোট ২৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে, তাই নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

বয়সসীমা– প্রতিটি পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বয়স রয়েছে, তাই নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

মাসিক বেতন– প্রতিটি পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বেতন রয়েছে। বেতনক্রম জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

IDBI ব্যাঙ্কে ১৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?

আবেদন পদ্ধতি

  • Punjab National Bank Recruitment 2023 -এ চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে।
  • অনলাইন আবেদন করার জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in -এ যেতে হবে অথবা, নীচে দেওয়া Direct লিঙ্কে ক্লিক করে আবেদন পেজে যেতে পারেন।
  • এরপর Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি সহ সমস্ত তথ্য প্রদান করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর Registration Number এবং Password দিয়ে লগইন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

মনে রাখবেন :- মোবাইল দিয়ে আবেদন করার সময় মোবাইল ফোনটি Rotate মোড ON করে Rotate করে নেবেন। তবেই আবেদন পেজ শো হবে।

নিয়োগ প্রক্রিয়া

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের Written/ Online Test এবং Interview -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

অনলাইন টেস্ট – পরীক্ষা কেন্দ্র

  • পশ্চিমবঙ্গের ক্ষেত্রে – দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, হুগলি, বর্ধমান

আবেদন ফি

SC/ST/PwD প্রার্থীদের ক্ষেত্রে ৫৯/- টাকা (₹৫০ + GST) এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১১৮০/- টাকা (₹১০০০ + GST) আবেদন ফি ধার্য করা হয়েছে। আবেদন ফি Debit Card/Credit Card/Internet Banking/Mobile Wallets / IMPS/ UPI দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ন তারিখ

অনলাইন আবেদন শুরু২৪.০৫.২০২৩
অনলাইন আবেদন শেষ১১.০৬.২০২৩
অনলাইন টেস্ট (সম্ভাব্য তারিখ)০২.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.pnbindia.in
আবেদন করুনApply Now
MORE JOB UPDATECLICK HERE

👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

👉 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে

👉 জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ

👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন

👉 প্যান কার্ড সংশোধন করুন মাত্র ১০৭ টাকায়, বাড়িতে বসে এইভাবে করুন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin