সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) -এ প্রচুর শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কিল ইন্ডিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।
Advertisement No. | E/PB/R/Rectt/ Act Appr./01/2023-24 |
নিয়োগকারী সংস্থা | South Eastern Railway, Raipur Division |
পদের নাম | Trade Apprentice |
মোট শূন্যপদ | বিশদে জানুন |
বেতন (₹) | বিশদে জানুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২২ জুন, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | https://secr.indianrailways.gov.in/ |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Skill India Indian Railway Trade Apprentice Recruitment 2023
পদের নাম– Trade Apprentice
মোট শূন্যপদ–
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০+২) পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা– নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।
মাসিক বেতন– Apprentices Act – 1961 এবং Apprenticeship Rules – 1962 এর নিয়ম অনুযায়ী নিযুক্ত প্রত্যেক প্রার্থীকে মাসিক ভাতা প্রদান করা হবে।
মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরির খবর! বিস্তারিত জেনে নিন ক্লিক করে
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আবেদন ফর্ম পূরণ আবেদন সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২২.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.apprenticeshipindia.gov.in |
আবেদন করুন | Apply Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় রেলে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ
👉 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
👉 রাজ্যের ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন
👉 SC/ST/OBC Caste Certificate Online Apply করুন এই নতুন পদ্ধতিতে