কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ৬ জুন

পাওয়ার ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (PFC) -এর পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।

Advertisement No.01/2023
নিয়োগকারী সংস্থাPOWER FINANCE CORPORATION LIMITED (PFC)
পদের নামবিশদে জানুন
মোট শূন্যপদবিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৬ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.pfcindia.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Power Finance Corporation Limited Recruitment 2023

১) পদের নাম– Assistant Manager – (Projects)

মোট শূন্যপদ– ১ টি (OBC)।

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগে B.E. / B.Tech. সহ MBA / PGP / PGDM / PGDBM / PGDBA কোর্স করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা– প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩১ বছরের মধ্যে হতে হবে, তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন– ৬০,০০০/- টাকা।

২) পদের নাম– Manager (Projects)

মোট শূন্যপদ– ৫ টি (UR – ১ টি, OBC – ২ টি, SC – ১ টি, ST – ১ টি)।

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগে B.E. / B.Tech. সহ MBA / PGP / PGDM / PGDBM / PGDBA কোর্স করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা– প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৮ বছরের মধ্যে হতে হবে, তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন– ৮০,০০০/- টাকা।

*এছাড়াও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।

কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের এখানে চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইন আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
  • এরপর Apply Online (New Registration) অপশনে ক্লিক করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগইন করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • আবেদন ফি পেমেন্ট করতে হবে (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • সাবমিট করার পর আবেদনের রশিদ প্রিন্ট করে রাখবেন।

আবেদন ফি

General/ OBC জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি ৫০০/- টাকা দিতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। Net Banking / Debit Card / Credit Card দিয়ে পেমেন্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ন তারিখ

অনলাইন আবেদন শুরু১৭.০৫.২০২৩
অনলাইন আবেদন শেষ০৬.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.pfcindia.com
আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে

👉 IDBI ব্যাঙ্কে ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?

👉 Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin