Kolkata Police Admit Card Download: প্রকাশিত হলো কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোড পদ্ধতি

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) -এর তরফ থেকে কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে চলেছেন, তাঁরা wbpolice.gov.in -এ গিয়ে PDF ফরম্যাটে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড (Kolkata Police Admit Card Download) করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নীচে দেওয়া স্টেপগুলি ফলো করুন।

কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

১) পরীক্ষার্থীদের সবার প্রথমে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ যেতে হবে।

২) এরপর মেনু বারে থাকা ‘Recruitment‘ অপশনে ক্লিক করে আবার Recruitment অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর ‘Recruitment to the post of Constables and Lady Constable in Kolkata Police 2022‘ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর Download e-Admit Cards অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর ‘CLICK HERE TO DOWNLOAD ADMIT CARD FOR PRELIMINARY WRITTEN TEST FOR THE POST OF CONSTABLES/LADY CONSTABLES IN KOLKATA POLICE – 2022‘ অপশনে ক্লিক করতে হবে।

৬) পরবর্তী পেজে আট ডিজিটের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।

৭) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি ভেসে উঠবে। এটি ডাউনলোড করে রাখুন।

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের লিখিত পরীক্ষা আগামী ৪ জুন ২০২৩ অর্থাৎ 04.06.2023 তারিখে আয়োজিত হতে চলেছে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন।

InfoNetBangla Telegram Channel

ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin