রাজ্যের মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে গ্রামীণ লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্যপদ, বেতন সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Advertisement No. | 278/MLD/L.S. |
পদের নাম | Librarian |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩ জুন, ২০২৩ |
স্থান | মালদা, পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল সাইট | www.malda.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
WB Librarian Recruitment 2023 Purba Malda District Rural Library
পদের নাম– Librarian of Rural Library
মোট শূন্যপদ– এই পদে মোট ২৯ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে, লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পাশ সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় জ্ঞান রাখতে হবে। কম্পিউটার অপারেটিং-এ সাম্যক ধারণা থাকতে হবে। তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা– ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
মাসিক বেতন– ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা অবধি।
রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা
আবেদন পদ্ধতি
- এই পদে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইন পদ্ধতির মাধ্যমে।
- অনলাইন আবেদন করার জন্য মালদা জেলার প্রশাসনিক www.malda.gov.in ওয়েবসাইটে যেতে হবে অথবা, নীচে দেওয়া Direct লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পেজে যেতে পারেন।
- এরপর নিচের দিকে থাকা APPLY NOW অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- ঠিকানার/ পরিচয়পত্রের প্রমাণ।
- জন্মের প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- বেসিক কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে)।
- এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
নিয়োগ প্রক্রিয়া
Written Examination, Computer Test এবং Interview -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯.০৫.২০২৩ |
অনলাইন আবেদন শুরু | ২৯.০৫.২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ১৩.০৬.২০২৩ |
লিখিত পরীক্ষা | ৩০.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.malda.gov.in |
আবেদন করুন | Apply Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 IDBI ব্যাঙ্ক ১৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ
👉 কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ
👉 হাতে অল্প সময়! সব কাজ ফেলে আধারের এই জরুরি কাজটি এক্ষুনি সেরে ফেলুন, নইলে পরে পস্তাবেন
👉 সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান আপনার মেয়ের নামে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা