রেশন কার্ডের এই কাজটি সেরেছেন তো? নইলে আর ফ্রি-তে চাল-গম পাবেন না

আপনার যদি রেশন কার্ড (Ration Card) থাকে এবং আপনি বিলামুল্যে রেশন চাল-গম পান, তা হলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কাজটি না সেরে ফেললে ১ জুলাই থেকে রেশন সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে। তাই রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে এই কাজটি আজই সেরে ফেলুন। আপনারা ভাবছেন কি এই কাজ? কাজটি হলো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Card Aadhaar Link) করতে হবে।

আপনি যদি চলতি বছরের ৩০ জুনের মধ্যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, তাহলে রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী পাওয়া বন্ধ হয়ে যাবে। পাশাপাশি রেশন কার্ড বাতিল হয়ে গেলে বড় সমস্যায় পড়তে পারেন।

মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

কিভাবে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

  • প্রথমে আপনাকে food.wb.gov.in ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।
  • এরপর হোমপেজের নিচের দিকে SPECIAL SERVICES সেকশনের অধীনে থাকা LINK AADHAAR WITH RATION CARD অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডের নম্বর লিখে Search অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে আপনার রেশন কার্ড সংক্রান্ত তথ্য আসবে। সেখানে নিচের দিকে থাকা Link Aadhaar & Mobile Number অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আধার নম্বর লিখে Send OTP অপশনে ক্লিক করুন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে Submit অপশনে ক্লিক করুন।
  • ৭) এরপর সব কিছু ঠিকঠাক থাকলে Verify and Submit অপশনে ক্লিক করুন। আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক হলে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্রক্রিয়া (Ration Card Aadhaar Link Process) সম্পন্ন হবে।

অনলাইন মাধ্যম ছাড়াও রেশন দোকানে গিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।

আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin