Aadhar Card New Update: আপনার আধার কার্ডটিও যদি আজ থেকে ঠিক 10 বছর আগে তৈরি হয়েছিল এবং আপনিও আপনার আধার কার্ডে আজ পর্যন্ত কোনও সংশোধন বা আপডেট করেননি, তাহলে আপনাকে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে। এই লক্ষ্য নিয়ে ভারত সরকার Aadhar Card New Update জারি করেছে। ভারত সরকারের নতুন নির্দেশিকা অনুসারে সমস্ত আধার কার্ডধারকদের প্রতি 10 বছরে একবার করে আধার কার্ডের ডকুমেন্টগুলি আপডেট করতে হবে।
আপনাকে বলে রাখি, যদি আপনার আধার কার্ডে আপনার সক্রিয় মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনি নিজেই আপনার আধার কার্ডে আপনার ডকুমেন্ট আপডেট করতে পারবেন, নতুবা আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং আপনাকে কিছু টাকা চার্জেস দিতে হবে।
এই আর্টিক্যালের শেষে, আমরা আপনাকে Quick Links প্রদান করবো, যাতে আপনি এটির সম্পূর্ণ সুবিধা নিতে পারেন।
Aadhar Card New Update – Overview
Name of Article | Aadhar Card New Update |
Type of Article | Latest Update |
Is It Mandatory | Yes |
Mode | Offline and Online |
Charges | As Per Applicable |
Official Website | Click Here |
আরও পড়ুন: [2022] New Aadhaar Card for Children : শিশুদের জন্য আধার কার্ড তৈরি করুন এই সহজ পদ্ধতিতে
How to Update Documents in Aadhar Card Online?
10 বছর আগে তৈরি আধার কার্ডধারকদের জন্য বড়ো খবর। আপনারা সকল আধার কার্ডধারক যারা ভারত সরকারের নতুন নির্দেশিকা অনুসারে আধার কার্ডের ডকুমেন্টগুলি আপডেট করতে চান, তাহলে এর জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –
- Aadhar Card New Update অনুসারে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট -এর হোমপেজে আসতে হবে, যা এই রকমের হবে –

- হোমপেজে আসার পর আপনি এখানে Login অপশন পাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে
- Login অপশনে ক্লিক করার পর আপনার সামনে এর লগইন পেজ খুলে আসবে, যা এই রকমের হবে –

- এখন এখানে আপনাকে আপনার আধার কার্ডের নম্বর লিখে OTP ভেরিফাই করতে হবে
- এরপর আপনার সামনে এর ড্যাশবোর্ড খুলবে, যা এই রকমের হবে –

- এখন এখানে আপনি Documents Update অপশন পাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে ডকুমেন্টগুলো স্ক্যান করে পুরোনো ডকুমেন্টের জায়গায় আপলোড করতে হবে,
- এরপর নির্ধারিত আপডেট চার্জেস অনলাইন পেমেন্ট করতে হবে এবং
- শেষে, Submit অপশনে ক্লিক করতে হবে, যার পরে আপনি আপডেটের Receipt পাবেন তা আপনাকে প্রিন্ট করে রাখতে হবে।
উপরের সমস্ত পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারেন এবং এর সুবিধাগুলি পেতে পারেন।
অফলাইনের মাধ্যমে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন?
যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকার কারণে আপনি নিজে থেকে অনলাইনের মাধ্যমে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারছেন না, তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে, যা নিম্নরূপ –
- অফলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য, সবার প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
- আধার সেবা কেন্দ্রে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে বলতে হবে।
- এরপর আপনার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চাইবে।
- শেষে, আপনাকে আপডেট চার্জেস পেমেন্ট করতে হবে এবং আপনাকে একটি Receipt দেবে, যা আপনাকে সুরক্ষিত রাখতে হবে।
উপরোক্ত স্টেপগুলো ফলো করে অফলাইন মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন।
সবশেষে, আমরা আশা করি যে আপনারা অবশ্যই আমাদের এই আর্টিক্যালটি পছন্দ করেছেন, যার জন্য আপনি আমাদের এই আর্টিক্যালটি আপনার বন্ধুদের শেয়ার এবং কমেন্ট করবেন।
এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে।
Quick Links
Official Website | Click Here |
Join Our Telegram Group | Click Here |
PM Kisan Status Check By Mobile Number – PM কিষাণ যোজনার স্ট্যাটাস চেক করুন মোবাইল নম্বর দিয়ে