WBSEDCL Electric Bill Receipt Download | হারিয়ে যাওয়া ইলেক্ট্রিক বিলের Receipt Download করার পদ্ধতি

WBSEDCL Electric Bill Receipt Download : আমরা ইলেক্ট্রিক বিল জমা দিয়ে থাকি, সেটা দুই ভাবে জমা দিয়ে থাকি এক অনলাইনে আর দুই অফলাইনে। আপনি ইলেক্ট্রিক অফিসে গিয়ে বিল জমা দিয়েছেন এবং সেখান থেকে receipt copy দেওয়া হয়েছিল, আপনি হয়তো কোনো কারণে হারিয়ে ফেলেছেন। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা এই আর্টিকেলে বলবো যে, সেই হারিয়ে যাওয়া Receipt টি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। চলুন তাহলে শুরু করা যাক…

বিদ্যুৎ অফিসে লম্বা লাইন দেওয়ার ঝঞ্জাট শেষ, ঘরে বসে আপনি নিজেই জমা করুন আপনার বিদ্যুৎ বিল

WBSEDCL Electric Bill Receipt Download করার পদ্ধতি

WBSEDCL Electric Bill Receipt Download করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে –

১) প্রথমে আপনাকে WBSEDCL -এর অফিসিয়াল ওয়েবসাইটে (wbsedcl.in) যেতে হবে।
২) এরপর আপনাকে Download Payment Receipt অপশনে ক্লিক করতে হবে। যেমনটি আপনি নীচের ছবিতে দেখতে পাচ্ছেন –

WBSEDCL Electric Bill Receipt Download 2022

ফোনপে অ্যাপ থেকে বিদ্যুৎ বিল জমা দেবেন কিভাবে?

৩) এরপর আপনাকে Select Type-এ Consumer Id অপশনটিতে ক্লিক করতে হবে।
৪) Consumer Id লেখার পর ক্যাপচা পূরণ করে, Proceed অপশনে ক্লিক করতে হবে। Consumer Id টি আপনার ইলেকট্রিক বিলে লেখা থাকবে।
৫) এরপরে View Successful Payment History অপশনে ক্লিক করতে হবে।
৬) এরপর আপনার সামনে লাস্ট 6 টি বিল জমা দেওয়ার লিস্ট প্রদর্শিত হবে। যে মাসের Bill Receipt Download করবেন সেটি “View” অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। Receipt টি PDF ফাইলে আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে, আপনি চাইলে এটিকে প্রিন্ট করে নিতে পারেন।

এই ধরনের আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি Google News -এ ফলো করুন এবং আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

পড়তে পারেন: Ration Card Aadhaar Link: রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন বিনামুল্যে, জেনে নিন এই সহজ পদ্ধতি

Get Instant Free ePAN Card : বিনামূল্যে মাত্র 5 মিনিটে সঙ্গে সঙ্গে প্যান কার্ড বানিয়ে নিন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin