WBPSC-র মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ১২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন চলবে

WBPSC General Duty Medical Officer Recruitment 2023

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.06/2023
নিয়োগকারী সংস্থা/ বোর্ডPublic Service Commission, West Bengal (WBPSC)
পদের নামGeneral Duty Medical Officer
মোট শূন্যপদ৩০০ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১২ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

WBPSC General Duty Medical Officer Recruitment 2023

পদের নাম

  • General Duty Medical Officer

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে মোট ৩০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। (UR– ১০২, SC– ৬৭, ST– ১৯, OBC– ৭২, PwBD– ১৪, EWS– ২৬)

Service/ Cadre – West Bengal ESI Medical Service

Department – Labour Department, Govt. of West Bengal

শিক্ষাগত যোগ্যতা

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য শিক্ষাগত চাওয়া হয়েছে, মেডিকেল কোয়ালিফিকেশনের উপরে কোর্স করা থাকতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ুন।

বয়স সীমা

মেডিকেল গ্র্যাজুয়েট আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে এবং পোস্ট গ্র্যাজুয়েট আবেদনকারীদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। 

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের বেতন কমিশনের পে লেভেল ১৬ অনুযায়ী প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? (WBPSC General Duty Medical Officer Recruitment 2023)

  • এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে (Online)।
  • এর জন্য wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে APPLY ONLINE অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পূর্ণ হবে।

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

আবেদন ফি

শুধুমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি ২১০/- টাকা জমা করতে হবে। SC, ST, PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন ফি জমা করা যাবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯.০৯.২০২৩
আবেদন শুরু২১.০৯.২০২৩
আবেদন শেষ১২.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin