IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, মোট ৬০০ টি শূন্যপদ রয়েছে।

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023 : IDBI ব্যাংকে চাকরির দারুন সুযোগ, অনলাইনে আবেদন চলছে।

ব্যাংকে চাকরির দারুন সুযোগ। সম্প্রতি Industrial Development Bank of India (IDBI) ব্যাংকের তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬০০ জন প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে IDBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। (IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023)

তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Advertisement No.8/2023-24
নিয়োগকারী সংস্থাIndustrial Development Bank of India (IDBI)
পদের নামJunior Assistant Manager (Grade ‘O’)
মোট শূন্যপদ৬০০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৩০ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.idbibank.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023

পদের নাম

  • Junior Assistant Manager – JAM (Grade ‘O’)

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে মোট ৬০০ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। (UR- ২৪৩, SC – ৯০, ST – ৪৫, EWS – ৬০, OBC – ১৬২)

শিক্ষাগত যোগ্যতা

Junior Assistant Manager পদে আবেদনের জন্য ৩১.০৮.২০২৩ এর মধ্যে ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ হতে হবে।

সেইসঙ্গে চাকরিপ্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স ৩১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। প্রার্থী অবশ্যই জন্মগ্রহণ করেননি ৩১.০৮.১৯৯৮ এর আগে এবং ৩১.০৮.২০০৩ এর পরে নয় (তবে উভয় তারিখ অন্তর্ভুক্ত)।

বয়স হিসাব করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন 👇

বেতন

৬ মাসের Training Period চলাকালীন প্রতিমাসে ৫,০০০/- টাকা করে, ২ মাসের Internship Period চলাকালীন প্রতিমাসে ১৫,০০০/- টাকা করে Stipend দেওয়া হবে।

তারপর Junior Assistant Manager – JAM (Grade ‘O’) হিসেবে নিযুক্ত হবার পর বছরে ৬.১৪ লক্ষ টাকা থেকে ৬.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? (IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023)

  • ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের https://ibpsonline.ibps.in/idbisep23/ -এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পূর্ন হবে।
  • আবেদন করার শেষে অ্যাপ্লিকেশন ফর্মটি ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট বের করে সঙ্গে রাখুন।

*মোবাইল থেকে আবেদন করার সময় মোবাইলটিকে Rotate করে নেবেন। নাহলে আবেদন ওয়েবসাইটটি সম্পূর্ন শো হবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র (আধার কার্ড/ E-Aadhar Card/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট/ প্যান কার্ড)
  • বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মার্কশিট)
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার

নির্বাচন প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা (২০০ নম্বর)
  • ইন্টারভিউ (১০০ নম্বর)
  • ডকুমেন্টস ভেরিফিকেশন
  • মেডিক্যাল টেস্ট

লিখিত পরীক্ষা

IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023

আবেদন ফি

SC/ ST/ PWD প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২০০/- টাকা জমা দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০৯.২০২৩
আবেদন শুরু১৫.০৯.২০২৩
আবেদন শেষ৩০.০৯.২০২৩
Tentative Date of Online Test*২০.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.idbibank.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

FAQ’s of IDBI Bank Junior Assistant Manager Recruitment 2023

প্রশ্ন – IDBI Bank এর পুরো নাম কি ?

উত্তর – IDBI Bank এর পুরো নাম হলো Industrial Development Bank of India

প্রশ্ন – IDBI Bank Recruitment কোন পদে নিয়োগ করা হবে?

উত্তর – Junior Assistant Manager (Grade ‘O’)

প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?

উত্তর – মোট ৬০০ জনকে নিয়োগ করা হবে।

প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?

উত্তর – স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?

উত্তর – অনলাইনের মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?

উত্তর – ৩০.০৯.২০২৩ তারিখ পর্যন্ত আবেদন চলবে।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin