রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, কোন পদ, বেতনই বা কত?

Malda Court Recruitment 2023: মালদা জেলা আদালতে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি মালদা জেলার আদালতের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হয়েছে।

Advertisement No.01/G/2023
নিয়োগকারী বোর্ডDistrict Court, Malda
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ১২ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটdistricts.ecourts.gov.in/malda
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Malda Court Recruitment 2023

পদের নাম

  • English Stenographer Grade-II
  • English Stenographer Grade-III

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট ৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

পদের নামশূন্যপদ
English Stenographer Grade-II১ টি
English Stenographer Grade-III৫ টি

শিক্ষাগত যোগ্যতা

  • English Stenographer Grade-II :- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি সহ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে প্রার্থীর Type Writing Speed নূন্যতম 30 wpm হতে হবে এবং Shorthand Speed নূন্যতম 100 wpm হতে হবে।
  • English Stenographer Grade-III :- এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ সহ কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। সেইসাথে প্রার্থীর Typewriting Speed নূন্যতম 30 wpm হতে হবে এবং Shorthand Speed নূন্যতম 80 wpm হতে হবে।

বয়স সীমা

উপরের পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

English Stenographer Grade-II :- পে level-১৩ অনুযায়ী ৩৭,১০০/- থেকে ৯৫,৫০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।

English Stenographer Grade-III :- পে লেভেল-১৩ অনুযায়ী ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? (Malda Court Recruitment 2023)

  • আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে।
  • সবার প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
  • তারপর বিজ্ঞপ্তিটির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • তারপর আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে মুখ বন্ধ খামে ভরতে হবে।
  • আবেদন ফি জমা করে Transaction ID উল্লেখ করে দেবেন আবেদনপত্রটিতে।
  • সবশেষে, দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড পোস্ট / স্পীড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে।

বিঃ দ্রঃ – আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Chairman,
District Recruitment Committee,
Malda Judgeship, Malda,
P.O & Dist. Malda Pin-732101 (WB)

নির্বাচন প্রক্রিয়া

  • পেপার I – ৪০০ নম্বর
  • পেপার II – ১০০ নম্বর
  • পেপার III – ১০০ নম্বর

পরীক্ষার সিলেবাস 

  • পেপার I – Dictation and Transcription ( 6 মিনিটের জন্য ডিকটেশনের পরে প্রার্থীদের হাতে লেখার নোটের প্রতিলিপি এক ঘন্টার জন্য)।
  • পেপার II – General English (শব্দের বানান সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সাধারণ বাক্যাংশ, প্রতিশব্দ এবং বিপরীতার্থক শব্দ এবং বিরাম চিহ্নের ব্যবহার)।
  • পেপার III – Computer Typing Test

আবেদন ফি

উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য UR শ্রেণীর প্রার্থীদের ৮০০/- টাকা এবং SC/ ST/ P.H. প্রার্থীদের ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি জমা করতে হবে নীচে দেওয়া দপ্তরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 👇

Malda Court Recruitment 2023

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮.০৯.২০২৩
আবেদন শুরু১২.০৯.২০২৩
আবেদন শেষ১২.১০.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটdistricts.ecourts.gov.in/malda
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin