Cochin Shipyard Limited Recruitment 2023 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি Cochin Shipyard Limited -এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন এখানে আবেদন করার পদ্ধতি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে।
Advertisement No. | CSL/NEW PROJ/GEN/PROP&APPR/HR/CKSRU/318/2023/37 |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | CSL Kolkata Ship Repair Unit, Cochin Shipyard Limited |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৭ সেপ্টেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | cochinshipyard.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Cochin Shipyard Limited Recruitment 2023
পদের নাম
- Project Manager Officer (Mechanical)
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে মোট ৪ (চার) জন নিয়োগ করা হবে। (UR – ২, OBC – ১, SC – ১)
শিক্ষাগত যোগ্যতা
সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর নিয়ে Mechanical Engineering বিষয়ে Degree থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা:- সেইসঙ্গে প্রার্থীদের জাহাজ নির্মাণ কোম্পানিতে বা জাহাজ মেরামত কোম্পানিতে বা পোর্টে বা মেরিন সম্পর্কিত কোম্পানিতে বা ইঞ্জিনিয়ারিং কোনো কোম্পানিতে বা সরকারি অথবা বেসরকারি কোম্পানিতে নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
বেতন

কিভাবে আবেদন করবেন? (Cochin Shipyard Limited Recruitment 2023)
- এই পদে আবেদনে করতে হবে শুধুমাত্র অনলাইনে।
- এর জন্য এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।
অনলাইনে আবেদনের পর কোনো হার্ড কপি ডকুমেন্ট কোথাও পাঠাতে হবে না।
নিয়োগ স্থল
CSL Kolkata Ship Repair Unit (CKSRU) Kolkata
নির্বাচন প্রক্রিয়া
- Objective Type Test
- Personal Interview
আবেদন ফি
- আবেদন করার জন্য ৪০০/- (₹400) টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
- তবে SC/ ST/ PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০৯.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৭.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | cochinshipyard.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –