National Bank for Agriculture and Rural Development (NABARD) -এ ১০০+ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে রইলো আজকের এই প্রতিবেদন। (NABARD Assistant Manager Recruitment 2023)
Advertisement No. | 03 /Grade A/2023-24 |
নিয়োগকারী সংস্থা | National Bank for Agriculture and Rural Development (NABARD) |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ২৩ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.nabard.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
NABARD Assistant Manager Recruitment 2023
পদের নাম
এখানে Assistant Manager পদে মোট ১১ টি ডিসিপ্লিনে কর্মী নিয়োগ করা হবে। সেগুলি হলো –
- General
- Computer/ Information Technology
- Finance
- Computer Secretary
- Civil Engineering
- Electrical Engineering
- Geo Informatics
- Forestry
- Food Processing
- Statistics
- Mass Communication/ Media Specialist
মোট শূন্যপদের সংখ্যা
এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সব ডিসিপ্লিন মিলিয়ে মোট ১৫০ টি শূন্যপদ রয়েছে। ডিসিপ্লিন অনুসারে শূন্যপদের সংখ্যা জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে মোট ১১ ধরনের পদ রয়েছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। যেই পদের জন্য আপনি আবেদন করতে চান, সেই পদের জন্য যে যোগ্যতা প্রয়োজন, তা জানতে এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।
বয়স সীমা
আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হলে আবেদনযোগ্য। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৪,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (NABARD Assistant Manager Recruitment 2023)
- ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে (Online)।
- এর জন্য www.nabard.org/career এ গিয়ে Apply Here অপশনে ক্লিক করতে হবে, অথবা নীচে দেওয়া Apply Now লিংকে ক্লিক করতে হবে।
- তারপর “Click here for New Registration” অপশনে ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা করতে হবে অনলাইনে।
- সবশেষে, সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
বিঃদ্রঃ মোবাইল দিয়ে আবেদন করার সময় মোবাইলটিকে Rotate করে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
- SC/ ST/ PWBD – ১৫০/- টাকা।
- অন্যান্য প্রার্থীদের – ৮০০/- টাকা।
আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করার সময়, অনলাইনের মাধ্যমে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৯.২০২৩ |
আবেদন শুরু | ০২.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৯.২০২৩ |
পরীক্ষার তারিখ | ১৬.১০.২০২৩ (সম্ভাব্য) |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.nabard.org |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
- AIIMS কল্যাণীতে গ্রুপ-B ও গ্রুপ-C পদে বিপুল কর্মী নিয়োগ
- পূর্ব মেদিনীপুর জেলায় আশা কর্মী নিয়োগ
- IDBI ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ
- রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
FAQ’s of NABARD Assistant Manager Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – Assistant Manager
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ১৫০ জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত।