Forest Department Recruitment 2023 – Indian Council of Forestry Research and Education (ICFRE) তরফ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিয়ে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | 3/213/2015-Estt./Vol. XIII/ |
নিয়োগকারী সংস্থা/ বোর্ড | Indian Council of Forestry Research and Education (ICFRE) |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ২৯ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | rfri.icfre.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Forest Department Recruitment 2023
পদের নাম
- Lower Division Clerk (LDC)
মোট শূন্যপদের সংখ্যা
এই পদে মোট ৭ টি শূন্যপদ রয়েছে। (UR – ৫, OBC – ১, ST – ১)
শিক্ষাগত যোগ্যতা
- যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদের।
- সেইসাথে ম্যানুয়াল টাইপ রাইটারে ইংরেজি টাইপিং স্পিড 30 wpm এবং হিন্দি টাইপিং স্পিড 25 wpm থাকতে হবে অথবা কম্পিউটারে ইংরেজি টাইপিং স্পিড 35 wpm এবং হিন্দি টাইপিং স্পিড 30 wpm থাকতে হবে
বয়স সীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ২৯.০৯.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে Level-2 Of 7th CPC Pay Matrix অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (Forest Department Recruitment 2023)
ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে (Offline)। এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদন ফর্মটি প্রিন্ট করে পূরণ করতে হবে। তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে এইভাবে “Application for the post _________ ” পোস্ট কোড সহ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Director, ICFRE-Rain Forest Research Institute, Sotai Deovan, Jorhat-785010, Assam
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- এছাড়া আরো অন্যান্য নথি
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
এই পদে আবেদন করার জন্য ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। ST এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন ফি পাঠাতে হবে দপ্তরের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্যাংকে অ্যাকাউন্টের বিবরণ জানতে এর অফিসিয়াল বিজ্ঞাতি ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৯.০৮.২০২৩ |
আবেদন শেষ | ২৯.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদন ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | rfri.icfre.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –