নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) এর পক্ষ থেকে শিক্ষানবিশ (Apprentice) পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরা এখানে জন্য আবেদন করতে পারবেন। ট্রেডের নাম, শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | NAPS/HRM/APPRENTICE – ITI/01/2023 |
নিয়োগকারী সংস্থা | Nuclear Power Corporation of India Limited (NPCL) |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৮ জুলাই, ২০২৩ |
স্থান | সারা ভারত |
অফিসিয়াল সাইট | www.npcil.nic.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
NPCIL Apprentice Recruitment 2023
পদের নাম (Post Name)
NPCIL Apprentice Recruitment 2023 -এর পক্ষ থেকে যে সমস্ত ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো –
- Fitter
- Electrician
- Electronic Mechanics
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫০ টি শূন্যপদ রয়েছে।
ট্রেডের নাম | শূন্যপদের সংখ্যা |
Fitter | ২৫ টি |
Electrician | ১৬ টি |
Electronic Mechanics | ৯ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ৫০ টি। |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকলে এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স নূন্যতম ১৪ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করে হবে ১৮.০৭.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক ভাতা (Stipend per Month)
নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ১ বছরের ITI কোর্স করা প্রার্থীদের প্রতিমাসে ভাতা (Stipend) ৭,৭০০/- টাকা দেওয়া হবে এবং যে সকল প্রার্থীরা ২ বছরের ITI কোর্স করেছেন তাদের প্রতি মাসে ৮,৮৫৫/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে দেখুন
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে।
- প্রথমে www.npcilcareers.co.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের ITI এবং মাধ্যমিক পাশে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০৬.২০২৩ |
আবেদন শুরু | ২৭.০৬.২০২৩ |
আবেদন শেষ | ১৮.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন, মাসে মাসে স্টাইপেন্ডও পাবেন
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 MORE JOBS UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 কলকাতায় বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন
🔥 রাজ্যে পাওয়ার-গ্রিডে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন
🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে
🔥 Biswabina Scholarship 2023 – মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা
Ami INF i NET survice kor ta prostute
Ami INF i NET survice kor ta prostut