ফের জেলা আদালতে মাধ্যমিক পাশে Group-D কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ- ডি কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলা আদালতের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের পদের নাম, শূন্যপদ, মাসিক বেতন, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে বিস্তারিত বিবরণ প্রদান করা হল। এছাড়াও এই প্রতিবেদনের নীচে aডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে।

Advertisement No.125/A
নিয়োগকারী সংস্থাOffice of the District Judge, Cooch Behar
পদের নামবিশদ দেখুন
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅফলাইন (ইন্টারভিউ)
আবেদনের শেষ তারিখ১৮ জুলাই, ২০২৩
স্থানকোচবিহার
অফিসিয়াল সাইটdistricts.ecourts.gov.in/coochbehar
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

WB District Judge Group D Recruitment 2023

১) পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Bench Clerk পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

বেঞ্চ ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা হতে হবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ। সেইসঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

বেতন সম্পর্কে জানতে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন, মাসে মাসে স্টাইপেন্ডও পাবেন

২) পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে দ্বিতীয় পদটি হলো –  English Stenographer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি  ইংরেজি টাইপিং এর ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

বেতন সম্পর্কে জানতে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন পদ্ধতি (Apply Process)

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে https://districts.ecourts.gov.in/coochbehar এই ওয়েবসাইটে গিয়ে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করে নিচের ঠিকানায় পোস্ট বা কুরিয়ার বা নিজে গিয়ে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The District & Sessions Judge, Cooch Behar, P.O. & District Cooch-Behar, PIN - 736101

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পূরণ করা আবেদনপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি।
  • বয়সের প্রমাণপত্র।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট
  • নিজের পাসপোর্ট সাইজের ফটো, ইত্যাদি।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৬.২০২৩
আবেদন শুরু১৯.০৬.২০২৩
আবেদন শেষে১৮.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদনপত্রDownload Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 বিমান পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করুন

🔥 PAN Card Correction Online 2023: এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

🔥 রেশন কার্ডের এই কাজটি সেরেছেন তো? নইলে আর ফ্রি-তে চাল-গম পাবেন না

🔥 নতুন ভোটার লিস্ট ২০২৩ প্রকাশিত হলো, ডাউনলোড করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin