বিমান পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করুন

বর্তমানে বিশ্বে যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে বিমান পরিবহন। বিশ্বে বর্তমানে দুই ধরনের বিমান পরিবহন ব্যবস্থা চালু আছে। একটি হলো সামরিক বিমান পরিবহন এবং অন্যটি হলো অসামরিক বিমান পরিবহন। সম্প্রতি ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখানে আবেদন করার জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে প্রদান করা হয়েছে।

Advertisement No.12/2023
নিয়োগকারী সংস্থাUnion Public Service Commission
পদের নামবিভিন্ন পদ
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৩ জুলাই, ২০২৩
অফিসিয়াল সাইটwww.upsc.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

UPSC Recruitment 2023 against Various Vacancies

১) পদের নাম (Post Name)

  • Air Worthiness Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৮০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Physics/ Mathematics/ Aircraft Maintenance বিষয়ে স্নাতক অথবা, Aeronautical/ Mechanical/ Electrical/ Electronics/ Telecommunication বিষয়ে Engineering Degree করে থাকতে হবে। তবেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য চাকরি বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ পে মেট্রিক্স অনুযায়ী বেতন প্রদান করা হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন

২) পদের নাম (Post Name)

  • Air Safety Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৪৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Aeronautical Engineering বিষয় ডিগ্রী করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য চাকরি বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ পে মেট্রিক্স অনুযায়ী বেতন প্রদান করা হবে।

চাকরির খবরঃ NPCIL-এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

৩) পদের নাম (Post Name)

  • Junior Transmission Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৮৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি করে থাকতে হবে, তবেই এই পদে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য চাকরি বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের লেভেল- ০৬ পে মেট্রিক্স অনুযায়ী বেতন প্রদান করা হবে।

বিঃদ্রঃ উপরের পদগুলি ছাড়াও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

চাকরির খবরঃ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। আবেদন জানানোর সময় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ, নিজের বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার প্রদান করতে হবে। 

আবেদন ফি (Application fee)

SC/ST/PwBD/ Female প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। অন্যান্য আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৫ টাকা জমা করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৪.০৬.২০২৩
আবেদন শুরু২৪.০৬.২০২৩
আবেদন শেষ১৩.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার

🔥 মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

🔥 NPCIL-এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 দেশের একাধিক ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি! আজই আবেদন করুন

🔥 স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন, মাসে মাসে স্টাইপেন্ডও পাবেন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin