WB CMOH Recruitment 2023:- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কাজের সুখবর। সম্প্রতি সেই মর্মে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ উত্তর ২৪ পরগনা জেলার CMOH দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭৬২ টি শূন্যপদে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন চাকরির জন্য করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগে অনেদান পদ্ধতি সাহা বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
Advertisement No. | CMOH/N24PGS/NHM/Rec./6667 |
নিয়োগকারী সংস্থা | Department of Health & Family Welfare, CMOH |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ১১ সেপ্টেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in, north24parganas.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WB CMOH Recruitment 2023
পদের নাম
- Community Health Assistant (CHA)
- Medical Officer
- Block Epidemiologist
- Block Public Health Manager
- Block Data Manager
- Staff Nurse
- Specialists
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৭৬২ টি শূন্যপদ রয়েছে। কোন পদে কয়টি শূন্যপদ রয়েছ জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন।
শিক্ষাগত যোগ্যতা
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদে কি যোগ্যতা লাগবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
বয়স সীমা
এখানে ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে। কোন পদে কি বয়স প্রয়োজন বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
বেতন
বেতন কত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
নতুন চাকরির খবরঃ জেলায় ব্লকে ব্লকে 467 টি শূন্যপদে নতুন আশা কর্মী নিয়োগ
কিভাবে (WB CMOH Recruitment 2023) আবেদন করবেন?
উপরিউক্ত পদগুলিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে north24parganashealth.org ওয়েবসাইটে গিয়ে Recruitment অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে Apply অপশনে ক্লিক করে অনলাইন আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- জানিয়ে রাখি যে, চাকরিপ্রার্থীরা চাইলে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম ফিলাপ করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট)
- ঠিকানার প্রমাণপত্র ( আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট)
- বয়সের প্রমাণপত্র (মধ্যমিকের অ্যাডমিট কার্ড)
- কাস্ট সার্টিফিকেট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
নির্বাচন প্রক্রিয়া
বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
আবেদন ফি
সংরক্ষিত (SC/ST/OBC-A & OBC-B) শ্রেণীর আবেদনকারীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত (UR) শ্রেণীর আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার সময় নির্দিষ্ট “Online Payment Getaway” -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৪.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৮.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১১.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | north24parganas.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ
👉 7547 টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ
👉 SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ
👉 কেন্দ্রীয় সরকারের ONGC -তে প্রশিক্ষণের সুযোগ
👉 পাওয়ারগ্রিড কর্পোরেশনে 425 টি শূন্যপদে কর্মী নিয়োগ
FAQ’s of WB CMOH Recruitment 2023
প্রশ্ন – WB CMOH Recruitment 2023 এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – বিভিন্ন পদ রয়েছে।
প্রশ্ন – WB CMOH Recruitment 2023 মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ৭৬২ জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – WB CMOH Recruitment 2023 আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – অনলাইন মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে আবেদন প্রক্রিয়া শুরু কবে থেকে?
উত্তর – ২৮ আগস্ট ২০২৩ তারিখ থেকে।
প্রশ্ন – WB CMOH Recruitment 2023 আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।