কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC -এর মাধ্যমে দিল্লি পুলিশে ৭৫৪৭ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ। সেই মর্মে SSC এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। এখানে আবেদন কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। (SSC Delhi Police Constable Recruitment 2023)
Advertisement No. | HQ-PPI03/15/2023-PP_1 |
নিয়োগকারী সংস্থা | Staff Selection Commission (SSC) |
পদের নাম | কনস্টেবল |
মোট শূন্যপদ | ৭৫৪৬ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩০ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
SSC Delhi Police Constable Recruitment 2023
পদের নাম
- কনস্টেবল / Constable (Executive)
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৭৫৪৭ টি শূন্যপদ রয়েছে।
- পুরুষ কনস্টেবল – ৫০৫৬ টি।
- মহিলা কনস্টেবল – ২৪৯১ টি।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্রার্থীদের। এছাড়াও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স (LMV Driving Licence) থাকতে হবে।
বয়স সীমা
০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের পে লেভেল- ৩ অনুযায়ী প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরি
কিভাবে (SSC Delhi Police Constable Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- এর জন্য প্রথমে আপনাকে ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশনের পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
দরকারি নথিপত্র
- পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট)
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, জন্ম সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র)
- পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
- বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
নির্বাচন প্রক্রিয়া
Computer Based Examination (CBE), Physical Endurance and Measurement Test (PE&MT) এবং Medical Examination এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড পরীক্ষাটি হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়।
Computer Based Examination (CBE):


আবেদন ফি
- UR, EWS, OBC পুরুষদের ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
- SC, ST, ESM, Women প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না অর্থাৎ সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৯.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৯.২০২৩ |
কম্পিউটার বেসড পরীক্ষার তারিখ | ১৪.১১.২০২৩ থেকে ০৫.১২.২০২৩ এর মধ্যে |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | ssc.nic.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 বিদ্যুৎ দপ্তরে 425 টি শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ২৭৬ টি শূন্যপদে নিয়োগ
🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ
🔥 SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ
FAQ’s of SSC Delhi Police Constable Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – Constable (Executive) Male & Female
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ৭৫৪৭ জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা।
প্রশ্ন – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে?
উত্তর – নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।