পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক নতুন নিয়োগের সুখবর। সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন ব্লকে ৪৬৭ টি শূন্যপদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন পদ্ধতি সহ আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। (WB Asha Karmi New Recruitment 2023)
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | District Magistrate Murshidabad |
পদের নাম | আশা কর্মী |
মোট শূন্যপদ | ৪৬৭ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৫ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
WB Asha Karmi New Recruitment 2023
পদের নাম
- Asha Worker / আশা কর্মী
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৪৬৭ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ মহিলা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লক ও গ্রামের বাসিন্দা হতে হবে।
বয়স সীমা
০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
রাজ্য সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরে ৪২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ
কিভাবে (WB Asha Karmi New Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
- এর জন্য https://www.asha.recruitmentmurshidabad.in/ এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সবশেষে ফাইনাল সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখুন।
নির্বাচন প্রক্রিয়া
ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের তারিখ
ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের তারিখ ও সময় প্রতিটি ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা, তাই নিজের ব্লকের অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৫.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
▶️ Block Wise Vacancy List | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | murshidabad.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 কেন্দ্রীয় সরকারের ONGC -তে কাজের সুযোগ
👉 SSC -এর মাধ্যমে 7547 টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ
👉 SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ
👉 HP -তে ২৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ
👉 দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন
FAQ’s of WB Asha Karmi New Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – আশা কর্মী
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ৪৬৭ জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – আশা কর্মী পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – মাধ্যমিক পাশ।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – অনলাইনের মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – WB Asha Karmi New Recruitment 2023 আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ২৫.০৯.২০২৩ তারিখ পর্যন্ত।