Hindustan Copper Limited Supervisor Recruitment 2023 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। হিন্দুস্থান কপার লিমিটেড (HCL) সংস্থার তরফে বিভিন্ন পদে সুপারভাইজার নিয়োগ। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
Advertisement No. | Estt./1/2018/2023-24 |
নিয়োগকারী সংস্থা | Hindustan Copper Limited (HCL) |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ১৩ সেপ্টেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | hindustancopper.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Hindustan Copper Limited Supervisor Recruitment 2023
পদের নাম
Mining, Survey, Mechanical, Electrical Supervisor
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৬৫ টি শূন্যপদ রয়েছে।
বিভাগ | শূন্যপদ |
Mining | ৪৯ টি |
Survey | ২ টি |
Mechanical | ২ টি |
Electrical | ৮ টি |
Company Secretary | ২ টি |
Finance | ১ টি |
HR | ১ টি |
মোট শূন্যপদের সংখ্যা | ৬৫ টি |
শিক্ষাগত যোগ্যতা
Mining, Survey, Mechanical, Electrical Supervisor:- Diploma অথবা Bachelor Degree in Mining, Civil, Electrical Engineering বিষয়ে ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Company Secretary, Finance, HR:- Graduate সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ICSI পরীক্ষায় উত্তীর্ণ, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা HR/MBA বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা এই পদগুলিতে আবেদন জানাতে পারবেন।
বয়স সীমা
আবেদনকারীর বয়স নূন্যতম ২৩ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
প্রতিমাসে ৩০,০০০/- টাকা থেকে ১,২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ খাদ্য দপ্তরে ৪৮০ টি শূন্যপদে Food SI নিয়োগ, অনলাইনে আবেদন করুন
কিভাবে (Hindustan Copper Limited Supervisor Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নির্ভুলভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। এরপর একটি মুখ বন্ধ খামে ভরে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড/ স্পীড পোস্ট/ কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
General Manager (HR) Hindustan Copper Limited, Tamra Bhavan, 1, Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০৮.২০২৩ |
আবেদন শুরু | ১৪.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১৩.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | hindustancopper.com |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥জেলায় ব্লকে ব্লকে 467 টি শূন্যপদে নতুন আশা কর্মী নিয়োগ
🔥7547 টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন