বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন | PAN Aadhaar Linking Date Extend

PAN Aadhaar Linking Date Extend: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে আয়কর বিভাগের তরফে। এই কাজ করার জন্য আগে ৩১ মার্চ ২০২৩ তারিখ নির্ধারিত করা ছিল, যা তিন মাস বাড়ানো হয়েছে।

এখন আপনি PAN Card এবং Aadhaar Card লিঙ্ক করতে পারবেন ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হবে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্যান-আধার লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে ৩০ জুন ২০২৩ তারিখ করা হয়েছে, যদি এই তারিখের মধ্যে লিঙ্ক না করতে পারেন তাহলে অকেজো হয়ে যাবে।

আয়কর বিভাগ টুইট করে জানিয়েছে

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) এর তরফে টুইট করে কি জানানো হয়েছে দেখুন নীচে।

৩০ জুনের পর নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড

এই নতুন সময়সীমার মধ্যে লিঙ্ক না করলে আপনার PAN Card নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে ব্যাঙ্কে লেনদেনে সমস্যা হবে, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না এছাড়াও আরও অন্যান্য কাজ করতে পারবেন না।

LPG Gas New Subsidy – এবার থেকে প্রতিমাসে ২০০ টাকা করে ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে, বিরাট ঘোষণা কেন্দ্রের

কিভাবে প্যান আধার লিঙ্ক করবেন?

  • সবার প্রথমে incometax.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
  • এরপর Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার প্যান নম্বর এবং আধার নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর দেখতে পাবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা, যদি না থাকে তাহলে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর পুনরায় প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর লিখতে হবে।
  • এরপর Validate অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে ভেরিফাই করতে হবে।
  • এরপর আপনাকে জরিমানা জমা করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে PAN Aadhaar Link হয়ে যাবে।

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 ছোট ফোন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, মাত্র এক মিনিটের কাজ

👉 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

👉 Aadhaar Card Verification: আপনার আধার কার্ড আসল নাকি নকল, যাচাই করে নিন এই সহজ পদ্ধতিতে

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin