[Track] Find Lost Mobile Phone: আপনার হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে দেবে সরকার! জানুন কিভাবে

Find Lost Mobile Phone: আজকাল মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আমরা আমাদের প্রায় সমস্ত কাজ আমাদের মোবাইল ফোনের মাধ্যমে করে থাকি। আমরা আমাদের দিনের অধিকাংশ সময়ই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও দেখে, গান শুনে, কোনো কিছু সার্চ করতে, ফোনে কথা বলে কাটাই। এমন পরিস্থিতিতে যদি আমাদের মোবাইল ফোন চুরি হয়ে যায় বা কোথাও হারিয়ে যায়, তবে অনেক ঝামেলায় পড়তে হয়। মোবাইল ফোনের আবিষ্কার আমাদের জীবনকে অনেক সহজ সরল করে দিয়েছে। যেখানে ফোন হারিয়ে যাওয়ার কারণে আমাদের অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। 

যদি আপনার মোবাইল ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাকে বলবো যে, আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন কিভাবে ট্র্যাক করবেন? এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন কিভাবে ব্লক করবেন? ভারত সরকারের তরফে CEIR পোর্টাল চালু করা হয়েছে। যার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফিরে পেতে পারেন (Find Lost Mobile Phone)। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক Find Lost Mobile Phone 2023 সম্পর্কে।

ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

CEIR পোর্টাল কি?

আমাদের দেশের টেলিকম বিভাগ Central Equipment Identity Register (CEIR) পোর্টাল চালু করেছে। যার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক এবং ব্লক করতে পারবেন। এছাড়াও IMEI নম্বরের মাধ্যমে মোবাইল ফোনের IMEI Status, Brand Name, Model Name, Manufacturer Name ইত্যাদি বিবরণ জানতে পারবেন।

CEIR এর মাধ্যমে কি কি পরিষেবা পাবেন?

  • Block Stolen / Lost Mobile
  • Un-Block Found Mobile
  • Check Request Status
  • Know Your Mobile (KYM)

CEIR পোর্টালের মাধ্যমে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ব্লক করবেন কিভাবে? (Block Stolen / Lost Mobile)

সবার প্রথমে আপনাকে থানায় গিয়ে FIR করতে হবে। কারণ মোবাইল ব্লক করার জন্য CEIR পোর্টালে পুলিশে অভিযোগের কপি আপলোড করতে হবে।

  • মোবাইল ফোন ব্লক করার জন্য CEIR এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ceir.gov.in/ -এর হোম পেজে যেতে।
  • এরপর Block Stolen / Lost Mobile অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর একটি ফর্ম খুলে আসবে।
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর FIR কপি, মোবাইল কেনার বিল, একটি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর OTP ভেরিফাই করতে হবে।
  • সবশেষে Submit বোতামে ক্লিক করলে মোবাইল ব্লক করার জন্য অনুরোধ সম্পন্ন হবে।
  • আপনি একটি Request ID পাবেন এটি সুরক্ষিত রাখুন।

আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, দিতে হবে না 50 টাকা

মোবাইল খুঁজে পেলে আনব্লক করবেন কিভাবে? (Un-Block Found Mobile)

  • প্রথমে CEIR এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ceir.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।
  • এরপর Un-Block Found Mobile অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নতুন একটি পেজে ফর্ম খুলে আসবে।
  • এখানে Request ID, ব্লক করার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছিল, আনব্লক করার কারন প্রদান করতে হবে।
  • এরপর OTP ভেরিফাই করে Submit বোতামে ক্লিক করতে হবে।
  • ক্লিক করলে ব্লক হয়ে যাওয়া মোবাইল Un-Block হয়ে যাবে।

মোবাইল ব্লক করার অনুরোধের স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

  • এরজন্য প্রথমে CEIR এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ceir.gov.in/ -এর হোম পেজে যেতে।
  • এরপর Check Request Status অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Request ID লিখে Submit বোতামে ক্লিক করতে হবে।
  • ক্লিক করলে মোবাইল ব্লক করার অনুরোধের স্ট্যাটাস দেখতে পাবেন।

মোবাইলে IMEI ভেরিফিকেশন করবেন কিভাবে?

  • এরজন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.ceir.gov.in/ -এর হোম পেজে যেতে হবে।
  • এরপর মেনুবারে Application অপশনের অধীনে IMEI Verification অপশনে ক্লিক করতে হবে অথবা হোমপেজে থাকা KYM ওয়েবপোর্টালে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল নম্বর এবং আপনার মোবাইলের IMEI নম্বর লিখে Check বোতামে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল সম্পর্কিত সমস্ত তথ্য চলে আসবে।
  • আপনার মোবাইলে *#06# Dial করলে আপনার মোবাইলের IMEI Number পেয়ে যাবেন।

📌 বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

📌 প্যান আধার লিঙ্ক করেছিলেন? আদৌ লিঙ্ক হয়েছে কি না অনলাইনে চেক করুন

📌 মাধ্যমিক পাশে CRPF-এ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ চলছে

📌ফিনো ব্যাঙ্কের CSP/BC নিয়ে নিজের ব্যবসা শুরু করুন, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হবে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin