বাড়িতে বসে ফ্রিতে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তর করুন অনলাইনে

Ration Card Category Change from APL to BPL in West Bengal: এখন APL রেশন কার্ডকে BPL Ration Card এ রুপান্তর করার নিয়মগুলো আরও সহজ হয়েছে। আপনি যদি যোগ্য হন, তবে আপনি বাড়িতে বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে বিপিএল রেশন কার্ডের জন্য তালিকাভুক্ত করতে পারেন। কিভাবে করবেন তা নিচের স্টেপগুলো ফলো করে জেনে নিন।

অতিমারি চলাকালীন সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ৫ টি রেশন কার্ড জারি করেছিল। সেগুলি হলো অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) রেশন কার্ড, অগ্রাধিকার প্রাপ্ত (PHH) রেশন কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ১ (RKSY I) রেশন কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ২ (RKSY II) রেশন কার্ড। এই রেশন কার্ডগুলি চালু করার ফলে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজ্যবাসী বিনামূল্যে খাদ্য সংগ্রহ করতে পারে। এখন আরও কিছু APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে যে কেউ এই রেশন কার্ডগুলির জন্য আবেদন জানাতে পারবেন। একই সাথে এখন APL রেশন কার্ডকে BPL Ration Card এ রুপান্তর করার নিয়মগুলো আরও সহজ হয়েছে। তাই এখন আপনি বাড়িতে বসে মাত্র কয়েকটি স্টেপস ফলো করে APL রেশন কার্ডকে BPL Ration কার্ডে রুপান্তর করতে পারবেন। আজকে আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করেছি যে, APL রেশন কার্ডকে কিভাবে BPL Ration Card এ রুপান্তর করবেন এবং তার সম্পূর্ন পদ্ধতি নীচে দেওয়া হয়েছে।

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন SBI ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023

কিভাবে APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তর করবেন?

How to change APL Ration Card to BPL Ration Card in West Bengal: APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে রুপান্তর করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন –

  1. সবার প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  2. হোম পেজে আসার পর খানিকটা নিচের দিকে আসুন,
  3. এরপর “Ration Card” অপশনে ক্লিক করুন,
  4. ক্লিক করার পর “Apply for Change of Ration Card Category” অপশনে ক্লিক করুন,

  1. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে Get OTP অপশনে ক্লিক করুন,
  2. এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে সেই OTP সঠিক স্থানে সঠিকভাবে লিখে “Proceed” অপশনে ক্লিক করুন,
  3. Proceed করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, সেখানে “Apply Now” অপশনে ক্লিক করুন,
  4. পরবর্তী পেজে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে Next অপশনে ক্লিক করুন,
  1. এরপর আপনার পরিবারের যে সদস্যের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছেন তাদের নাম সিলেক্ট করুন,
  2. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন,
  3. এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস একসেপ্ট করে Proceed অপশনে ক্লিক করুন,
  4. পুনরায় টার্মস অ্যান্ড কন্ডিশনস একসেপ্ট করে নিচের দিকে থাকা Send OTP অপশনে ক্লিক করুন,
  1. ক্লিক করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে,
  2. সেটি সঠিক স্থানে সঠিকভাবে লিখে Submit OTP অপশনে ক্লিক করুন,
  3. ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্মটি সাবমিট হয়ে যাবে।

সাবমিট করার কয়েকদিন পর যদি আপনি বিবেচিত হন তবে মোবাইল মেসেজ পাবেন এবং বাড়িতে নতুন BPL Ration Card চলে আসবে। আপনাদের এবিষয়ে কোনও রকম প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচের বক্সে কমেন্ট করে জানতে পারেন। ধন্যবাদ 🙏

New Year Free Ration List: বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করুন আর পেয়ে যান প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Direct Link to Ration Card Category Change from APL to BPLClick Here

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

Krishak Bandhu Payment: কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং ঢুকেছে কিনা কিভাবে জানবেন? রইল উপায়

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin