Aadhar Card Correction 2023: আপনিও কি আপনার আধার কার্ডে নিজের নাম, ঠিকানা, বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা অন্য কোন প্রকার তথ্য আপডেট বা সংশোধন করার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন আপনি এই সমস্ত কাজ ঘরে বসে অনলাইনে করতে পারবেন। সেই কারণেই আমরা এই নিবন্ধে আপনাকে Aadhar Card Correction সম্পর্কে বিস্তারিতভাবে বলব।
আপনাকে বলে রাখি যে, আপনার আধার কার্ডে, Aadhar Card Correction 2023 করার জন্য আপনার আধার কার্ডে আপনার সক্রিয় মোবাইল নম্বরটি লিঙ্ক থাকা প্রয়োজন, যাতে আপনি সহজেই পোর্টালে লগইন করতে পারেন এবং তথ্য আপডেট করতে পারেন।
শেষে, আমরা আপনাকে Quick Links প্রদান করেছি যাতে আপনারা খুব সহজেই Aadhar Card Correction করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।
Aadhar Card Correction 2023 – Overview
Name of Authority | Unique Identification Authority of India (UIDAI) |
Name of Article | Aadhar Card Correction |
Type of Article | Latest Update |
Subject of Article | How to Correction Aadhar Card Online in Mobile |
Mode | Online |
Charges? | 50 Rs Only |
Requirements? | Aadhar Card Number + Aadhar Card Linked Mobile Number for OTP Verification |
Official Website | Click Here |
আরও পড়ুন
PAN Card Correction Online: এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে
Step By Step Process of Aadhar Card Correction 2023
আপনি সমস্ত আধার কার্ডধারী যারা তাদের আধার কার্ডে যে কোনও ধরণের আপডেট করতে চান, তাদের এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, যা নিম্নরূপ –
- Aadhar Card Correction 2023 করার জন্য সবার প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট -এর হোম পেজে আসতে হবে, যা নিম্নরূপ হবে –

- এখন এখানে আপনি Login অপশন পাবেন, আপনাকে এটিতে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে Login Page খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখন এখানে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা লিখে OTP ভেরিফাই করে পোর্টালে লগইন করতে হবে,
- পোর্টাল লগইন করার পর আপনার এই রকমের ড্যাশবোর্ড খুলবে,
- এখানে আপনি Update Aadhar Online অপশন পাবেন, আপনাকে এটিতে ক্লিক করতে হবে,
- এরপর এখানে আবার 3 টি অপশনে আসবে, (যেমন Update Aadhaar Online, Head Of Family (HOF) based Address Update এবং Language Only Update)
- এখানে Update Aadhaar Online অপশনে ক্লিক করতে হবে,
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখানে, আপনি আপনার আধার কার্ডে যে সব তথ্য আপডেট বা সংশোধন করতে চান সেগুলির উপর ক্লিক করুন এবং Proceed to Update Aadhar বোতামে ক্লিক করতে হবে, (আপনি একই সঙ্গে এক বা একাধিক আপডেট বা সংশোধন করতে পারবেন),
- ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –

- এখন আপনার সামনে আপডেট বা সংশোধনের ফর্ম খুলবে, আপনাকে ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে,
- এরপর, আপনাকে Supporting Document স্ক্যান করে আপলোড করে Next বোতামে ক্লিক করতে হবে,
- এরপর, পেমেন্ট পেজ খুলে আসবে, এখানে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে,
- পেমেন্ট হয়ে গেলে আপনি Acknowledgement Slip পাবেন, সেটি ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখুন।

- সেখানে থাকা SRN Number দিয়ে পরবর্তীতে Update Status Check করতে পারবেন।
Aadhar Card Update Status Check Process
Update Status Check করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –
- Aadhar Card Update Status Check করার জন্য প্রথমে myaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে আসতে হবে
- এরপর Login এর নীচে অনেকগুলি অপশন দেখতে পাবেন,
- এর মধ্যে Check Enrolment & Update Status অপশনে ক্লিক করুন,
- ক্লিক করার পর Enter Enrolment ID/SRN/URN এবং ক্যাপচা লিখে Submit বোতামে ক্লিক করুন,
- ক্লিক করার পর আপনি আপনার Aadhar Card Update Status দেখতে পাবেন।
উপরের স্টেপগুলো ফলো করে আপনি আপনার আধার কার্ডের আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন।
Quick Links
Official Website | Click Here |
Join Our Telegram Channel | Join Now |
Direct Link To Aadhar Card Correction 2023 | Click Here |
আরও পড়ুন
Voter ID Card Online Correction: এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন