চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর এ নন-টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি এই প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | – |
নিয়োগকারী সংস্থা | Ramkrishna Mission Vidyalaya |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ২৮ জুলাই, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.rkmvnarendrapur.org |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Ramkrishna Mission Recruitment 2023
পদের নাম (Post Name)
- Accountant
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com পাশ করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি হ্যান্ডলিং অ্যাকাউন্ট, কম্পিউটার অপারেশন, ইন্টারনেট, টাইপিং & ই-কমিউনিকেশন, ট্যালি G.S.T. এর সাথে এবং অন্যান্য ট্যাক্স সম্পর্কিত বিষয় সম্যক জ্ঞান থাকতে হবে।
পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স ০১.০১.২০২৩ এর হিসাব অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীকে প্রতিমাসে ১৭,৫৫০/- টাকা বেতন দেওয়া হবে।
কাজের সময়
- সোমবার থেকে শুক্রবার – সকাল ১১:০০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
- শনিবার – সকাল ১১:০০ টা থেকে দুপুর ১:০০ পর্যন্ত।
নতুন চাকরির খবরঃ ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ, কোন কোন পদে? বেতনই বা কত?
আবেদন পদ্ধতি (Apply Process)
সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে।
- এরপর যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি পূরণ করতে হবে।
- আবেদন ফর্মে সঠিক জায়গায় রঙিন পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিন।
- ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিতে হবে।
- সবার শেষে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স
- সমস্ত প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- আধার কার্ডের জেরক্স
- দুই কপি সদ্য পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন ফি (Application fee)
আবেদন করার জন্য এককালীন ২০০/- টাকা আবেদন ফি দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৪.০৭.২০২৩ |
আবেদন শুরু | ১৭.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন ফর্ম | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.rkmvnarendrapur.org |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন চলবে ১১ আগস্ট পর্যন্ত
🔥 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন
🔥 Samajik Suraksha Yojana : রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন
🔥 Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না