যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতে যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।
Advertisement No. | A2/C/5/2023 |
নিয়োগকারী সংস্থা | Jadavpur University |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদন শেষ | ১১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.jaduniv.edu.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
JU Recruitment 2023
পদের নাম (Post Name)
- Assistant Professor Architecture
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
আবেদনকারী প্রার্থীকে আরবান ডিজাইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। পাশাপাশি বৈধ Council of Architecture registration number থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা (Age Limit)
রাজ্য সরকারের বয়সসীমা অধিনিয়ম অনুসারে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা নির্ধারিত হবে।
বেতন (Salary)
আলোচনা সাপেক্ষ।
নতুন চাকরির খবরঃ ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ, কোন কোন পদে? বেতনই বা কত?
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্রহী প্রার্থীদের এই পদে চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.jaduniv.edu.in থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের নির্দিষ্ট দপ্তরে রেজিস্টার্ড পোস্ট বা স্পীড পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Register, Jadavpur University, Aurobindo Bhavan, 188, Raja S.C. Mallick Road, Jadavpur, Kolkata – 700 032
আবেদন ফি (Application fee)
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে ৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি পেমেন্ট করা যাবে Net Banking, Debit Card, Credit Card, Rupay Card, Challan ইত্যাদির মাধ্যমে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৯.০৭.২০২৩ |
আবেদন শেষ | ১১.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন ফর্ম | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.jaduniv.edu.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, ৯ আগস্ট পর্যন্ত আবেদন চলবে
🔥 আগস্ট মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক্ষুনি দেখে নিন
🔥 রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন