৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ, কোন কোন পদে? বেতনই বা কত?

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে ৬৩২৯ টি শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাEklavya Model Residential School (EMRS)
মোট শূন্যপদের সংখ্যা৬৩২৯ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ১৮ আগস্ট, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটemrs.tribal.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Eklavya Model Residential School Recruitment 2023

পদের নাম এবং মোট শূন্যপদের সংখ্যা (Post Name & Total Vacancy)

এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে এবং পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো –

পদের নামশূন্যপদের সংখ্যা
TGT৫৬৬০
Hostel Warden (Male)৩৩৫
Hostel Warden (Female)৩৩৪
মোট শূন্যপদের সংখ্যা৬৩২৯ টি

Trained Graduate Teachers (TGTs) (Group- B) পদের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের জন্য কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

Eklavya Model Residential School Recruitment 2023

Trained Graduate Teachers (Third Language) (Group- B) পদের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের জন্য কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

Eklavya Model Residential School Recruitment 2023

Trained Graduate Teachers (TGT), Miscellaneous Category of Teachers (Group- B) পদের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের জন্য কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

Eklavya Model Residential School Recruitment 2023

Non-Teaching পদের ক্ষেত্রে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো –

Eklavya Model Residential School Recruitment 2023

নতুন চাকরির খবরঃ রাজ্যের সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে কর্মী নিয়োগ, কোন পদে নিয়োগ?

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

TGT (English/ Hindi/ Third Language/ Mathematics/ Science/ Social Science):- পদে আবেদনের জন্য প্রার্থীকে NCERt অথবা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি করা করে থাকতে হবে। অথবা, সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অনার্স ডিগ্রি অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।

TGT (Music):- পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মিউজিক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে আবেদনকারীদের।

TGT (Art):- পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস বা ক্রাফট বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে। অথবা ফাইন আর্টস বিষয়ে B.Ed. Degree করে থাকতে হবে।

TGT (Physical Education Teacher):- পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি করে থাকলে আবেদনযোগ্য।

TGT (Librarian):- যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সায়েন্স বিষয়ে ডিগ্রি করে থাকতে হবে অথবা লাইব্রেরী সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন সহ এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।

Hostel Warden:- আবেদনকারীকে NCERT বা NCTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি করে থাকতে হবে। অথবা ব্যাচেলর ডিগ্রি করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

TGT পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Hostel Warden (Male/ Female) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

পদের নামবিষয়মাসিক বেতন
Trained Graduate Teachers (TGTs)English/ Hindi/ Mathematics/ Science/ Social Studies/ 3rd Language/ Librarian₹৪৪,৯০০ – ১,৪২,৪০০/-
Other TGTs (Miscellaneous Posts)Music/ Art/ PET (Male)/  PET (Female)₹৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Hostel Warden₹২৯,২০০ – ৯২,৩০০/-

নতুন চাকরির খবরঃ IBPS এর মাধ্যমে ৪৪৫১ টি শূন্যপদে ব্যাঙ্কে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী প্রার্থীদের চাকরির জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য Eklavya Model Residential School (EMRS) এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম ভালোভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড
  • বয়সের প্রমাণপত্র
  • বাসস্থানের প্রমাণপত্র
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

Exam Pattern –

TGTs –

  • Exam (Objective Type): ১২০ মার্কস।
  • Language Competency Test: ৩০ মার্কস।
Eklavya Model Residential School Recruitment 2023

Hostel Warden –

  • Exam (Objective Type): ১২০ মার্কস।
Eklavya Model Residential School Recruitment 2023

আবেদন ফি (Application fee)

  • TGT পদে আবেদনের জন্য ১৫০০/- টাকা আবেদন ফি দিতে হবে।
  • Hostel Warden পদে আবেদন করার ১০০০/- টাকা আবেদন ফি দিতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

এই চাকরির জন্য আবেদন চলবে আগামী ১৮.০৮.২০২৩ তারিখ অর্থাৎ ১৮ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
✅ আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটemrs.tribal.gov.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

🔥 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে নিয়োগ

🔥 অবশেষে রাজ্যে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল

🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ

🔥 SSC এর মাধ্যমে সাব ইন্সপেক্টর নিয়োগ

🔥 রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin