ভারতীয় রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া করা হলো।
Advertisement No. | GDCE 01/2023 |
নিয়োগকারী সংস্থা | South East Central Railway, RRC |
মোট শূন্যপদ | ১০১৬ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শুরু | ২২ জুলাই, ২০২৩ |
আবেদন শেষ | ২১ আগস্ট, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.secr.indianrailways.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Indian Railway ALP and Technician Recruitment 2023
১) পদের নাম (Post Name)
Assistant Loco Pilot পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ৮২০ টি শূন্যপদ রয়েছে। (UR – ৪১৪টি, SC – ১২৩টি, ST – ৬২টি, OBC – ২২১টি).
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ ITI অথবা এপ্রেন্টিসশীপ ট্রেনিং করা থাকতে হবে। অথবা, Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering বিষয়ে Diploma করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ২ হারে বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ টাটা স্টিল কোম্পানিতে কাজের সুযোগ
২) পদের নাম (Post Name)
Technician পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ১৩২ টি শূন্যপদ রয়েছে। (UR – ৬৬টি, SC – ১৭টি, ST – ১২টি, OBC – ৩৭টি).
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করে থাকতে হবে।
অথবা, মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে এপ্রেন্টিসশীপ ট্রেনিং করা থাকলে এই পদে আবেদনযোগ্য।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ২/ লেভেল- ৫ হারে বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে পোষ্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ! লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে মিলবে চাকরি
৩) পদের নাম (Post Name)
এছাড়াও, Junior Engineer পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে সব মিলিয়ে মোট ৬৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ৪১৪টি, SC – ১২৩টি, ST – ৬২টি, OBC – ২২১টি)
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ে Diploma করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়।
বেতন (Salary)
এই পদে নিযুক্ত প্রার্থীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী লেভেল- ৬ হারে বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে Group-D পদে প্রচুর কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি (Apply Process)
- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য SECR এর অফিসিয়াল ওয়েবসাইট www.secr.indianrailways.gov.in এ গিয়ে Recruitment → RRC Bilaspur → GDCE-01/2023 অপশন সিলেক্ট করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২.০৭.২০২৩ তারিখ থেকে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন শেষে রেজিস্ট্রেশন ফর্মটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট
- বয়সের প্রমাণপত্র,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- কাস্ট সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার, ইত্যাদি।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- কম্পিউটার বেসড টেস্ট (CBT)।
- স্কিল টেস্ট।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিক্যাল টেস্ট।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৮.০৭.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৮.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
✅ আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.secr.indianrailways.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে প্রশিক্ষণের সুযোগ
🔥 আগস্ট মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, এক্ষুনি দেখে নিন