পশ্চিমবঙ্গের SC, ST, OBC প্রার্থীদের কর্মসংস্থানের জন্য বিনামূল্যে ট্রেনিং, নিজের জেলায় ট্রেনিং নিতে আবেদন করুন

রাজ্য সরকারের তরফে SC, ST, OBC অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রমের প্রক্রিয়া শুরু গেল। আগ্রহী প্রার্থীরা বিভিন্ন বিভিন্ন টেকনিক্যাল স্কিলে সম্পূর্ন বিনামূল্যে ট্রেনিং নেওয়ার জন্য আগামী ২৫ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে আবেদন জানতে হবে। এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জেলাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন।

WB Govt Skill Training 2023

যে সব বিষয়ে ট্রেনিং দেওয়া হবে

যে সব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো –

  • Two Wheeler Service Technician
  • Four Wheeler Service Technician

মোট শূন্যপদের সংখ্যা

সব মিলিয়ে মোট ১০৫০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

নতুন চাকরির খবর – কলকাতাতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পাশ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ! প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা, জেনে নিন আবেদন পদ্ধটি

জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র

রাজ্যের এই ৫ টি জেলায় ট্রেনিং দেওয়া হবে, সেগুলি হলো –

১) দক্ষিণ ২৪ পরগনা

শূন্যপদ – ১৫০ টি।

প্রশিক্ষণের বিষয় – Four Wheeler Service Technician

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা – Kalpataru Bhaban, Laxmikantapur, P.O. – Bijoyganj Bazar, PIN – 743 345

মোবাইল নম্বর – 7908996209 / 9007052927

২) কোচবিহার

শূন্যপদ – ১৫০ টি।

প্রশিক্ষণের বিষয় – Two Wheeler Service Technician

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা – Harinarayan Complex, Khagrabari, Chowpothi, Above Khagrabari Medicine, Cooch Behar, PIN – 736179

মোবাইল নম্বর – 9091336931/ 6294503715/ 7908550359

আরও পড়ুন – রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ

৩) বাঁকুড়া

শূন্যপদ – ১৫০ + ১৫০ টি, মোট ৩০০ টি শূন্যপদ রয়েছে।

প্রশিক্ষণের বিষয় – Two Wheeler Service Technician এবং Four Wheeler Service Technician

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা – 

Two Wheeler Service Technician এর জন্য ঠিকানা – Onda (Near BDO Office), Mouja – Tella, Dist.- Bankura, WB – 722144, মোবাইল নম্বর – 8670633735/ 6294229821, এবং

Four Wheeler Service Technician এর জন্য ঠিকানা- New Purandarpur Road, Purandarpur Bankura – II, Bankura, WB, 722148, মোবাইল নম্বর – 89701028626/ 9563159470

৪) পূর্ব বর্ধমান

শূন্যপদ – ১৫০ টি।

প্রশিক্ষণের বিষয় – Four Wheeler Service Technician

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা – New Purandarpur Road, Purandarpur Bankura-II, Bankura, WB-722148

মোবাইল নম্বর – 6294275332/9635790146

৫) ঝাড়গ্রাম

শূন্যপদ – ১৫০ + ১৫০ টি, মোট ৩০০ টি শূন্যপদ রয়েছে।

প্রশিক্ষণের বিষয় – Two Wheeler Service Technician এবং Four Wheeler Service Technician

প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা – Two Wheeler Service Technician এর জন্য ঠিকানা – Kharikha Mathani, PS- Nayagram, PO-Kharikha Mathani, WB – 721159, এবং

Four Wheeler Service Technician এর জন্য ঠিকানা – 1st Floor of LIC Building, Vill+Post+PS – Gopiballavpur, Dist – Jhargram, Pin – 721506

মোবাইল নম্বর – 8670356174/ 9932568166

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রাজ্য সরকারের www.wbbcdev.gov.in ওয়েবসাইটে যেতে হবে। তারপর আবেদন ফর্ম পূরণ করতে হবে। যদি আবেদন সংক্রান্ত বিশদ জানতে নিচে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন।

হেল্পলাইন  নম্বর

(033) 40261500

আবেদনের শেষ তারিখ

প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

▶️ মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে

▶️ মাধ্যমিক পাশে রেলওয়ে-তে ৯০৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ

▶️ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, তাড়াতাড়ি করুন আবেদন

▶️ কেন্দ্রীয় জাহাজ নির্মাণ সংস্থায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, ৩০০ টি শূন্যপদ, বেতন ২৩ হাজার টাকা থেকে শুরু

▶️ রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin