Lottery Winning: লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না

জীবনে সহজে টাকা পাওয়ার জন্য যে পথকে আমরা মনে মনে ভাবি, তা হলো লটারি (Lottery)। কিন্তু আপনি কি জানেন এই লটারিতে টাকা পেলেও সব টাকা আপনার হাতে আসে না। আমরা বিভিন্ন বিজ্ঞাপনে ১ কোটি টাকার লটারি দেখি, এই লটারি কাটার পর যদি আপনি এই লটারি জিতেও যান সেক্ষেত্রে আপনাকে কিছুটা পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে। এখন বাজারে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই লটারি (Lottery)। প্রায় প্রত্যেক পাড়ার মোড়ে মোড়েই লটারির দোকান রয়েছে। এবার জেনে নেওয়া যাক লটারিতে এক কোটি টাকা জিতলে কত টাকা ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়?

আরও পড়ুনঃ Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

এই লটারিতে প্রায় ৩০% TDS দিতে হয় সরকারকে। ১৯৬১ সালের ১৯৪B ধারার অধীনে TDS কাটে। কেউ ট্যাক্স দিতে না চাইলে তা সম্ভব নয়। লটারি টিকিতে পুরস্কার পাওয়ার পর এই কর দেওয়া বাধ্যতামূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হওয়ার সাথে সাথে ট্যাক্স কেটে যায়।

Lottery Winning

ট্যাক্স তখনই কাটবে যখনই আপনি লটারি (Lottery Winning) থেকে দশ হাজার টাকার বেশি টাকা জিতবেন। টিডিএস এবং অন্যান্য চার্জ মিলিয়ে ট্যাক্স মোট ৩১.৫% পর্যন্ত হতে পারে।

আরও পড়ুনঃ Amul Franchise নিয়ে প্রতি মাসে আয় করুন লাখ লাখ টাকা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin