Samajik Suraksha Yojana : রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

Published on:
Samajik Suraksha Yojana Apply Now InfoNet Bangla

কেন্দ্র ও রাজ্য সরকার জনসাধারণের কথা মাথায় রেখে বেশ কিছু প্রকল্প চালু করেছে। যেসব প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে। এবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নির্মাণ কর্মী, পরিবহনকর্মী সহ অন্যান্য ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের পরিবারের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা দেবে। পরিবারের দুটি দুটি সন্তানের পড়াশোনার খরচ ছাড়াও চিকিৎসা সুরক্ষা সহ আরো অনেক সুবিধা দেবে রাজ্য সরকার।

- Advertisement -

রাজ্যের এই নতুন প্রকল্পটির নাম হলো সামাজিক সুরক্ষা প্রকল্প (Samajik Suraksha Yojana)। এবার জেনে নেওয়া যাক, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কি কি সুবিধা পাবেন, আবেদনের প্রয়োজনীয় নথিপত্র, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

কারা আবেদন করতে পারবেন?

মূলত রাজ্যের সমস্ত ক্ষেত্রের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহনকর্মী সহ অন্যান্য শ্রমিকদের জন্য রাজ্যের এই সামাজিক সুরক্ষা  যোজনা প্রকল্প চালু করা হয়েছে।

- Advertisement -
  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে।
  • শ্রমিকের বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বোচ্চ ৬৫ হাজার টাকার মধ্যে।

কত টাকা পাবেন?

এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এছাড়াও শ্রমিকের সর্বাধিক দুটি সন্তানের পড়াশোনার জন্য খরচ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে।

- Advertisement -
  • সন্তান যদি একাদশ শ্রেণীতে পড়াশোনা করেন তাহলে ৪০০০ টাকা পাবেন।
  • যদি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে ৫০০০ টাকা পাবেন।
  • আইআইটি ও স্নাতক স্তরে পড়লে বার্ষিক ৬০০০ টাকা পাবেন।
  • স্নাতকোত্তর ও পলিটেকনিক স্তরে পড়াশোনা করলে ১০ হাজার টাকা পাবেন।
  • ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এ পাঠরত হলে ৩০,০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।
  • এছাড়াও আধুনিক কাজের প্রশিক্ষণের সুবিধা দেওয়া হবে।

চিকিৎসার সুবিধা পাবেন

  • এই প্রকল্পের আওতায় থাকা শ্রমিক ও তার পরিবারের যদি কেউ অসুস্থ হলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে ২০,০০০ টাকার আর্থিক সহায়তা পাওয়া যাবে।
  • কোনো অপারেশনের প্রয়োজন হলে বার্ষিক ৬০ হাজার টাকা পাওয়া যাবে।
  • এছাড়াও কোনো দুর্ঘটনায় আহত হলে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়া যাবে।

সামাজিক সুরক্ষা যোজনায় আবেন পদ্ধতি

সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করার জন্য আপনাকে প্রথমে bmssy.wblabour.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও স্থানীয় ব্লক অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত নথিগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • আধার কার্ড,
  • ভোটার কার্ড,
  • রেশন কার্ড,
  • ব্যাংক অ্যাকাউন্টের পাশবুক,
  • ইনকাম সার্টিফিকেট,
  • কাস্ট সার্টিফিকেট,
  • পরিবারের সদস্যের নাম ও তাদের পরিচয়পত্র।

এই রকমই বিভিন্ন ধরনের সরকারি সুবিধা, শিক্ষা ও চাকরি, স্কলারশিপ এবং অন্যান্য খবরের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন –

  • হোয়াটসঅ্যাপ গ্রুপ – Join
  • টেলিগ্রাম চ্যানেল – Join

আরো পড়ুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush