PM Kisan Yojana Payment Status Check: PM কিষাণ যোজনার নতুন কিস্তি জারি, এইভাবে দেখুন পেমেন্ট স্ট্যাটাস

PM Kisan Yojana Payment Status Check: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 13 তম কিস্তির টাকা সমস্ত রেজিস্টার্ড কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। যে সকল কৃষকদের এখনও পর্যন্ত টাকা আসেনি 5 থেকে 10 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদি PM Kisan Yojana Payment Status Check করতে চান তাহলে আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে।

আপনাকে বলে রাখি যে, PM Kisan Yojana Payment Status Check করার জন্য আপনার পিএম কিষাণ যোজনায় রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর কাছে রাখতে হবে। যাতে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বিরাট আপডেট, টাকা পেতে অবিলম্বে করুন এই কাজ

PM Kisan Yojana Payment Status Check

প্রধামন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে নিচের কয়েকটি পয়েন্ট অনুসরণ করতে হবে –

Step 1 – প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এর হোম পেজে যেতে হবে।

Step 2 – হোম পেজে FARMERS CORNER সেকশনের মধ্যে থাকা Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।

Step 3 – এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখে ক্যাপচা কোড পূরণ করে Get Data অপশনে ক্লিক করতে হবে।

Step 4 – ক্লিক করার পর স্ট্যাটাস পেজ খুলে আসবে, সেখানে পেমেন্ট স্ট্যাটাস সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

প্রতিবেদনটি সহায়ক হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের InfoNet Bangla ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

আরও পড়ুন 👇

👉 PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

👉 LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে

👉 Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

👉 UPI Transaction Limit – আপনি কি জানেন? PhonePe, Google Pay, Paytm এর মাধ্যমে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব? জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin