আর মাত্র হাতে গোনা কিছুদিন বাকি। এই কম সময়ের মধ্যেই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলতে হবে।
৩০ জুন ২০২৩ -এর মধ্যেই প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক করতে হবে। যদি লিঙ্ক না করেন তাহলে ১ জুলাই ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে। অর্থাৎ আপনি এই নিষ্ক্রিয় প্যান কার্ড কোথাও আর ব্যবহার করতে পারবেন না।
এর জন্য সাইবার ক্যাফ বা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে এই দুই নথি লিঙ্ক করা যাচ্ছিল। কিন্তু শেষের মুহূর্তে তাদের প্যান আধার লিঙ্ক করার জন্য অনলাইন সাইটে একসঙ্গে বহু সংখ্যক মানুষের ভিড় হওয়ার ফলে সার্ভার মাঝে মাঝে ক্র্যাশ হয়ে যাচ্ছে, ফলে অনেকেই এই লিঙ্ক প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছেন না। এর সমাধানে একটি বিকল্প পদ্ধতি রয়েছে।
যেখানে আপনি কোনো ইন্টারনেট পরিষেবা ছাড়াই ছোট-বোতামওয়ালা ফোন দিয়ে SMS পাঠিয়ে প্যান-আধার লিংক (PAN Aadhaar Link Through SMS) করতে পারবেন। নিচের মাত্র কয়েকটি স্টেপস ফলো করে PAN Aadhaar Link করুন।
567678 বা 56161 – এই দুটি নম্বরের মধ্যে যেকোনও একটিতে আপনাকে এসএমএস পাঠাতে হবে। এসএমএসটি কোন ফরম্যাটে লিখবেন সেটা নিচে দেখুন –
<UIDPAN> space <Aadhaar Number> space <PAN Number>
এই ফরম্যাটে লেখার পর উপরে দেওয়া দুটি নম্বরের মধ্যে যেকোনও একটিতে আপনাকে এসএমএস পাঠাতে হবে। যদি আপনার আগে থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আপনার কাছে একটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনাকে একটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার প্যান আধার লিঙ্ক প্রক্রিয়া সফল হয়েছে।
তবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। অনলাইন প্রক্রিয়ায় তাই দেখা যাচ্ছে। তবে এসএমএস -এর মাধ্যমে লিঙ্ক করার ক্ষেত্রে এই ১০০০ টাকা জরিমানা দিতে হবে কিনা বা লিঙ্ক করার জন্য জরিমানার টাকা সরকারের ঘরে কিভাবে জমা পড়বে সেই নিয়ে কিছু বলা হয়নি।
এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটি সহায়ক হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?
📌 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন
📌 প্যান আধার লিঙ্ক করেছিলেন? আদৌ লিঙ্ক হয়েছে কি না অনলাইনে চেক করুন
📌 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন
📌 আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? পুনরায় পাবেন এভাবে