আধার কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে? পুনরায় পাবেন এভাবে

এখন ভোটার কার্ডের চেয়েও গুরুত্বপূর্ন ডকুমেন্ট হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড নিজের পরিচয় যাচাই করতে সহায়তা করে। এছাড়াও নতুন ব্যাংক একাউন্ট খুলতে, নতুন সিম কার্ড কিনতে, কোন প্রকল্পের সুবিধা নিতে, কিংবা স্কুল কলেজে ভর্তি হতে ইত্যাদি দরকারি কাজে আধার কার্ডের প্রয়োজন হয়।

অনেকসময় আমাদের আধার কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়, ফলে এই পরিস্থিতিতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রতিবেদনে। আপনার মোবাইল ফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। Aadhaar Card Download করার পদ্ধতি জেনে নিন।

Aadhaar Card Download কিভাবে করবেন?

  • সবার প্রথমে আপনাকে UIDAI -এর My Aadhaar পোর্টালে যেতে হবে। পোর্টাল লিঙ্ক – https://myaadhaar.uidai.gov.in/
  • এরপর Download Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি যদি Masked Aadhaar Card ডাউনলোড করতে চান তাহলে Do you want a Masked Aadhaar? অপশনে টিক করে দিতে হবে, আর যদি অরিজিনাল আধার কার্ড ডাউনলোড করতে চান তাহলে টিক করতে হবে না,
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি লিখে Verify & Download অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর আপনার মোবাইলে আধার কার্ড PDF ডাউনলোড হয়ে যাবে।
  • আপনি এটি প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন।

রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন

আধার কার্ড PDF ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ড হবে আপনার নামের প্রথম চারটি অক্ষর বড় হাতের লিখে জন্ম সাল লিখতে হবে। উদাহরণ- নাম: AKASH KUMAR, জন্ম সাল: 1989. তাহলে পাসওয়ার্ড হবে AKAS1989

👉 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

👉 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

👉 জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন কিভাবে? জেনে নিন সম্পূর্ন পদ্ধতি

👉 ICDS Recruitment 2023: রাজ্যে ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 256টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin