Swasthya Sathi Card Status | আপনার স্বাস্থ্য সাথী কার্ড অ্যাকটিভ রয়েছে তো? চেক করে নিন দুমিনিটে

Swasthya Sathi Card Status: স্বাস্থ্য সাথী কার্ড এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দরিদ্র সীমার মানুষ শারীরিক অসুস্থতার কারনে হাসপাতালে ভর্তি হলে তাদের চিকিৎসার একটা বড়ো অংশ পশ্চিমবঙ্গ সরকার বহন করে। কিন্তু, এই কার্ডের একটি মেয়াদ থাকে, এই মেয়াদ শেষ হয়ে গেলে স্বাস্থ্য সাথী কার্ডটি ডিঅ্যাকটিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায়। এই কার্ডটি যদি অ্যাকটিভ বা সক্রিয় না থাকে তবে খুব গুরুত্বপূর্ণ সময়ে আপনি এটির সুবিধা ওঠাতে পারবেন না।

আমরা জানবো কি করে স্বাস্থ্য সাথী কার্ড চেক করা সম্ভব, যে স্বাস্থ্য সাথী কার্ডটি সক্রিয় অবস্থায় রয়েছে না নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এটা জানার জন্য আপনার কাছে আপনার স্বাস্থ্য সাথী কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার থাকা অত্যন্ত জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার স্বাস্থ্য সাথী কার্ড কোন অবস্থায় রয়েছে।

ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবেন কিভাবে, এক্ষুনি জেনে নিন

স্বাস্থ্য সাথী প্রকল্প কি (What is Swasthya Sathi Card)

স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) হল পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত একটি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প, যেখানে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাওয়া যায়। এর আওতায় নিবন্ধিত পরিবার যেকোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে তাদের চিকিৎসা নিতে পারবেন। এর জন্য, তাদের শুধুমাত্র এই স্কিমের অধীনে প্রাপ্ত স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।

Swasthyasathi Card Status Check

  1. প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে swasthyasathi.gov.in
  2. এরপর আপনাকে Card Verification অপশনে যেতে হবে।
  3. আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে। যেখানে আপনাকে নিজের রাজ্য ও জেলা সিলেক্ট করে তার নীচের ঘরে URN নাম্বার লিখতে হবে, যেটি আপনার স্বাস্থ্য সাথী কার্ডে রয়েছে।
  4. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনি জানতে পারবেন আপনার কার্ড অ্যাকটিভ রয়েছে কিনা।

সার্ভার ক্র্যাশ, প্যান আধার লিঙ্ক এখনও করাতে পারেননি! দ্রুত লিঙ্ক করার অন্য উপায় ক্লিক করে জেনে নিন।

FAQ’s of Swasthya Sathi Card Status

সাস্থ্য সাথী কার্ড কোন ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করা হয় ?

সাস্থ্য সাথী কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনি swasthyasathi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডে কত টাকা পর্যন্ত বীমা পাওয়া যায় ?

স্বাস্থ্য সাথী কার্ডে প্রতি বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়া যায়।

Voter Card Aadhaar Link West Bengal – ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার খুব সহজ উপায় দেখে নিন

Aadhar Card Correction – আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

কিভাবে মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড বানাবেন

Flipkart থেকে টাকা কিভাবে আয় করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin