New Bank Rule – এবার থেকে সপ্তাহে 6 দিনের বদলে মাত্র 5 দিন ব্যাঙ্ক খোলা থাকবে, ব্যাঙ্কে যাওয়ার আগে নতুন নিয়মটি জেনে নিন

New Bank Rule – ভারতে ব্যাংকগুলিতে কমছে কাজের দিনের সংখ্যা। হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন। যদিও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে, সপ্তাহে মোট ৬ দিন গ্রাহকদের পরিষেবা প্রদান করা হয়ে থাকে। কিন্তু এবার থেকে সপ্তাহে আরও কম দিন ব্যাঙ্ক খোলা থাকবে। নতুন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

New Bank Rule অনুযায়ী কবে কবে ব্যাঙ্ক খোলা থাকবে?

বর্তমানে অনেক সরকারি দপ্তরে প্রতি সপ্তাহে দুই দিন ছুটি থাকে। তাই ব্যাঙ্ক কর্মীরা ব্যাংকেও দুই দিন ছুটি দেওয়ার জন্য দাবি জানিয়েছিলেন। ইতিমধ্যেই কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রতি সপ্তাহে ৫ দিন কাজ এবং ২ দিন ছুটির নীতি কার্যকর করেছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে, অন্যান্য ব্যাঙ্কের কর্মীরাও এই নীতি কার্যকর করার জন্য দাবি জানিয়েছেন।

এ নিয়ে সংবাদ মাধ্যমকে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস নাগরাজন জানান যে, নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট -এর ২৫ নম্বর ধারা অনুযায়ী সরকারকে সপ্তাহের প্রত্যেক শনিবার ছুটির দিন হিসেবে ঘোষণা করতে হবে। এতদিন ধরে সরকারি ব্যাঙ্ক কর্মীরা এই দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই দাবি মেনে নেওয়া হচ্ছে।

Fino Bank CSP Apply: ফিনো ব্যাঙ্কের CSP/BC নিয়ে নিজের ব্যবসা শুরু করুন, প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় হবে

এই খবর পড়ে আপনিও নিশ্চয়ই খুব চিন্তিত হয়েছেন। কারণ প্রতি সপ্তাহে মাত্র ৫ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার ব্যাঙ্ক খোলা থাকবে। ফলে ব্যাঙ্কের শাখাগুলিতে প্রচুর ভিড় হবে। আর এই কারণেই দরকারি সমস্ত কাজকর্ম সারতে ব্যাঙ্কের শাখায় গিয়ে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে আশঙ্কিত হয়ে উঠেছেন গ্রাহকরা। তবে এই আশঙ্কা দূর করতে নতুন এক ব্যবস্থা রাখা হয়েছে। কি নতুন ব্যবস্থা জেনে নিন।

ব্যাংকে কাজের সময়সীমা বাড়লো –

তবে গ্রাহক পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে। ছুটির দিন বাড়ানোর কারণে ব্যাঙ্ক কর্মীদের কাজের সময়সীমা আরও বাড়লো। ভারতীয় ব্যাংক কর্মীদের সংগঠন United Forum of Bank Employee’s এবং IBA -এর সঙ্গে বৈঠকে এই নিয়ম চালু করা নিয়ে আলোচনা হয়েছিল। নতুন নিয়ম অনুসারে সপ্তাহের কাজের দিনগুলিতে ব্যাঙ্ক কর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে হবে। বর্তমানে ব্যাঙ্ক কর্মীদের দিনে অন্তত ৭ ঘণ্টা অফিসে থাকতে হয়। এর মাঝে থাকে মধ্যাহ্ন ভোজের জন্য ৩০ মিনিটের ব্রেক। অর্থাৎ কাজ করার সময় হলো ৬ ঘণ্টা ৩০ মিনিট। এবার ব্যাঙ্ক কর্মীদের অতিরিক্ত ৪০ মিনিট সময় কাজ করতে হবে। অর্থাৎ ব্যাংক কর্মীদের কাজ করতে হবে সকাল ৯:৪৫ মিনিট থেকে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত। ফলে গ্রাহকদের আর কোনও সমস্যার সম্মুখে পড়তে হবে না।

কেন বাড়ানো হলো সময়সীমা?

তবে ব্যাঙ্ক কর্মীদের ছুটির দাবি মেনে নতুন ছুটির নীতি কার্যকর হলে প্রত্যেক মাসে দুই দিন করে ছুটি বাড়বে। অর্থাৎ ১৩ ঘণ্টা কাজ কম হবে। তাই গ্রাহক পরিষেবায় যাতে ত্রুটি না থাকে, সেই বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন -এর তরফে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।

UPI Transaction Limit – আপনি কি জানেন? PhonePe, Google Pay, Paytm এর মাধ্যমে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব? জেনে নিন

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের InfoNet Bangla ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

12th পাশ যোগ্যতায় কেন্দ্রীয় শিক্ষা দপ্তরে Group-C পদে প্রচুর কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 25,500 টাকা

১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ

LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin