Gas Authority of India Limited (GAIL) -এর তরফে ১২০ টি শূন্যপদে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্টস, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে। GAIL Recruitment 2023
GAIL Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Gas Authority of India Limited (GAIL) |
মোট শূন্যপদের সংখ্যা | ১২০ টি |
বেতন | পদ অনুসারে বেতন |
অনলাইন আবেদন শুরুর তারিখ | ১০ মার্চ, ২০২৩ |
অনলাইন আবেদন শেষ তারিখ | ১০ এপ্রিল, ২০২৩ |
আবেদনের মাধ্যম | অনলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | gailgas.com |
আরও চাকরির আপডেট পেতে | Click Here |
রাজ্যে মাধ্যমিক পাশে 71 টি পদে আশা কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন
মোট শূন্যপদ এবং পদের নাম
পদের নাম | শূন্যপদ |
Senior Associate (Technical) | ৭২ |
Senior Associate (Fire & Safety) | ১২ |
Senior Associate (Marketing) | ৬ |
Senior Associate (Finance & Accounts) | ৬ |
Senior Associate (Company Secretary) | ২ |
Senior Associate (Human Resource) | ৬ |
Junior Associate (Technical) | ১৬ |
মোট শূন্যপদ | ১২০ টি |
শিক্ষাগত যোগ্যতা
Senior Associate (Technical) – প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ Electrical/Electrical & Electronics/Production & Industrial Manufacturing/ Mechanical & Automobile/ Instrumentation/Instrumentation & Control/Electronics & Instrumentation/Electrical & Instrumentation/ Electronics/ Electrical & Electronics/Civil তে Engineering এ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
Senior Associate (Fire & Safety) – প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ Fire/Fire & Safety -তে Engineering -এ পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
Senior Associate (Marketing) – প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ Marketing/Oil & Gas/Petroleum & Energy/Energy & Infrastructure/International Business -এ পূর্ণ সময়ের ২ বছরের MBA করে থাকতে হবে।
Senior Associate (Finance & Accounts) – প্রার্থীকে নূন্যতম ৫০ শতাংশ নম্বর সহ পূর্ণ সময়ের ২ বছরের MBA অথবা CA/CMA (ICWA) করে থাকতে হবে।
LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ১০.০৪.২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
Senior Associate পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ৬০ হাজার টাকা দেওয়া হবে। এবং Junior Associate পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে বেতন ৪০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর Career অপশনে ক্লিক করতে APPLY NOW অপশনে ক্লিক করতে হবে।
- এরপর বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিষ্টার করতে হবে।
- রেজিষ্টার করার পর User ID ও Password ইমেইল এবং মোবাইলে পাবেন।
- ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি পেমেন্ট করতে হবে।
- সবশেষে Submit অপশনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স
- জন্ম তারিখের প্রমাণ হিসাবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট/মাধ্যমিক পরীক্ষার মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো
আবেদন ফি
UR/EWS/OBC | ১০০ টাকা |
SC/ST/PWD | — |
পেমেন্ট মোড | অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। |
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক প্রার্থীদের ১০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন।
Important Links
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notification | Download PDF |
Official Website | Visit Now |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 DM অফিসে Group-C পদে কর্মী নিয়োগ, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই
👉 কেন্দ্রীয় খনি দপ্তরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে | CIMFR Recruitment 2023
👉 NPCIL -এ ইন্টারভিউয়ের মাধ্যমে ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনের মাধ্যমে