১০০ দিনের কর্মীদের জন্য রয়েছে দারুন সুখবর। ১০০ দিনের কাজের মজুরি বাড়াতে (MGNREGA Wage Hike) চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ১০০ দিনের কাজের মজুরি বাড়ানো হবে। তবে সব রাজ্যে এই বৃদ্ধির হার একরকম নয়। এই মজুরি বৃদ্ধি ভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা ধার্য করা হয়েছে।
হরিয়ানার ১০০ দিনের কাজের দৈনিক মজুরি সবথেকে বেশি। দৈনিক ৩৫৭ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ১০০ দিনের কাজের দৈনিক মজুরি সবথেকে কম, দিনে ২২১ টাকা।
গত বছরের তুলনায় এবছর ১০০ দিনের কাজের দৈনিক মজুরি সবথেকে বেশি বেড়েছে রাজস্থানে। যেখানে ২০২২-২৩ অর্থবর্ষে দৈনিক মজুরি ছিল ২৩১ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২৫৫ টাকা। বিহার ও ঝাড়খন্ডে ১০০ দিনের কাজের দৈনিক মজুরি গত বছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। যেখানে গত বছর এই দুই রাজ্যে ২১০ টাকা দৈনিক মজুরি ছিল, এবছর তা বেড়ে ২২৮ টাকা হয়েছে।
MGNREGA Job Card Online Apply 2023 : কিভাবে বাড়িতে বসে অনলাইনে জব কার্ড তৈরি করবেন?
কর্নাটক, গোয়া, মেঘালয় ও মনিপুর এর মত রাজ্যগুলিতে সবথেকে কম হারে ১০০ দিনের কাজের দৈনিক মজুরি বেড়েছে। এই সব রাজ্যগুলিতে ২ থেকে ১০ শতাংশ হারে মজুরি বেড়েছে।
এদিকে, অন্যান্য রাজ্যের ১০০ দিনের কাজের মজুরি বাড়লেও পশ্চিমবঙ্গের প্রাপ্তির ঘর ফাঁকাই রইলো। কারণ রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগে বরাদ্দের উপর সাসপেনশন জারি থাকায় এই রাজ্যে কতটা মজুরি বাড়লো তা জানানো হয়নি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ থেকে ২৬ টাকা পর্যন্ত দিন মজুরি বাড়াল কেন্দ্র। ১ এপ্রিল থেকে তা কার্যকর করা হবে।
এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 PAN Aadhaar Link – হাতে আর মাত্র কয়েক দিন বাকি, আজই করে নিন প্যান আধার লিঙ্ক, নইলে বিপদ!
👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।
👉 Amul Franchise নিয়ে প্রতি মাসে আয় করুন লাখ লাখ টাকা।
👉 আপনি কি জানেন! মোবাইল রিচার্জে টেলিকম কোম্পানিগুলি ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন করে কেন