লিঙ্ক লিঙ্ক আর লিঙ্ক! সবারই মুখে একটাই কথা শোনা যাচ্ছে ‘লিঙ্ক’। অর্থবর্ষের একেবারে শেষ পর্যায়ে এটি ভারতের জনগণের কাছে মূলমন্ত্র হয়ে উঠেছে। কারণ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আইটিআর, এলআইসি, মিউচুয়াল ফান্ড সব জায়গায় লিঙ্ক করার ডেডলাইন এগিয়ে এসেছে। তাই এই সময়সীমার মধ্যে প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক সহ আরও এই ৩ টি কাজ করতে হবে। অর্থাৎ প্যান-আধার লিঙ্ক সহ মোট ৪ টি কাজ করতে হবে। আপনাকে করতে হবে কিনা নিচের তালিকা থেকে দেখে নিন।
উল্লেখযোগ্যভাবে, এই সমস্ত কাজ ৩১শে মার্চ ২০২৩ তারিখের মধ্যে করতে হবে বলে ঘোষণা করা হয়েছে। আপনি যদি এই তারিখের মধ্যে লিংকের কাজ না করলে এপ্রিল মাস থেকেই এক এক করে সমস্ত সুবিধা হারাবেন।
এই অর্থবর্ষ শেষ হতে হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই যত শীঘ্রই সম্ভব লিংকের কাজ সেরে ফেলুন। তার মধ্যে এতকিছু লিঙ্ক করাতে গিয়ে সাধারন মানুষ সভাবিকভাবে হিমশিম খেয়ে যাচ্ছেন। কিন্তু এই শেষ মুহূর্তে এসে গুলিয়ে যেতে পারে যে, কিসের সঙ্গে কিসের লিঙ্ক করাবেন। তাই নিচের তালিকা থেকে জেনে নিন, ৩১ শে মার্চ ২০২৩ -এর মধ্যে কার সঙ্গে কার লিঙ্ক করাতে হবে।
১) প্যান আধার লিঙ্ক: এই দুই ডকুমেন্ট লিঙ্ক করার বিষয়টি প্রায় সকলেই জানেন যে, ৩১ শে মার্চ ২০২৩ -এর মধ্যে লিঙ্ক করাতে হবে। যদি লিঙ্ক না করা হয় তাহলে এপ্রিলের পর থেকে প্যান কার্ড লিস্ক্রিয় হয়ে যাবে। ফলে যেকোনো জরুরি কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন। তাই এই সমস্ত বিপদ এড়াতে ৩১শে মার্চের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে ফেলুন। যদি না করেন তাহলে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা যাচ্ছে। প্যান-আধার লিঙ্ক করার পদ্ধতি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন পদ্ধতি
২) ভোটার আধার লিঙ্ক: প্যান আধার লিংকের মতোই ৩১ শে মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এই সময়সীমা বহু আগে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে এক্ষেত্রে খুশির খবর হলো এই যে, একেবারে শেষ মুহূর্তে এসে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা আরও ১ বাড়ালো কেন্দ্র। ফলে এই দুই ডকুমেন্ট ৩১ শে মার্চ ২০২৪ -এর মধ্যে লিঙ্ক করলেও চলবে। ভোটার-আধার লিঙ্ক করার পদ্ধতি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন
৩) Lic সঙ্গে প্যান লিঙ্ক: আপনার কি LIC Policy রয়েছে? যদি থাকে তাহলে ৩১ শে মার্চ ২০২৩ এর মধ্যে আপনার Lic পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। এখনও পর্যন্ত লিঙ্ক না করে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি লিঙ্ক করে ফেলুন। হাতে আর বেশি দিন সময় নেই। LIC পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার পদ্ধতি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে
৪) আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনাকে আপনার মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্টের সঙ্গে নমিনির নাম যুক্ত করতে হবে। যুক্ত করার সময়সীমা রয়েছে ৩১ শে মার্চ ২০২৩ তারিখ। এই কাজ না করলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে SEBI
আপনার আধার কার্ড আসল নাকি নকল, যাচাই করে নিন এই সহজ পদ্ধতিতে
৫) ৩১ শে মার্চের মধ্যে আইটিআর জমা করতে হবে। ৩১শে মার্চের মধ্যে আইটিআর জমা দিতে হবে। বিশেষ করে দেশে প্রত্যক্ষ কর ব্যবস্থায় দ্বৈত কাঠামো চালু হওয়ার পর যারা কর ছাড়ের পুরনো পদ্ধতি বেছে নিয়েছেন, তাদের ৩১শে মার্চের মধ্যে বিনিয়োগের যাবতীয় তথ্য আয়কর বিভাগকে জমা দিতে হবে। এটি করতে ব্যর্থ হলে কর ছাড় পাওয়ার সমস্যা হতে পারে।
এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই রকমের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন
📌 ভারতীয় ডাক বিভাগে প্রচুর গ্রুপ-ডি পদে নিয়োগ, যোগ্যতা- মাধ্যমিক পাশ
📌 আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না