Amul Franchise নিয়ে প্রতি মাসে আয় করুন লাখ লাখ টাকা।

আমুলের নাম আশা করি সবাই শুনেছেন। আমুল কোম্পানি আমুল ফ্র্যাঞ্চাইজি (Amul Franchise) ব্যাবসার অফার করছে। ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। তাই এই সুযোগ হাত ছাড়া না করতে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। এই ব্যাবসা করতে কত টাকা পুঁজি লাগবে? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Amul Franchise নিতে কিছু শর্ত মানতে হবে

  • আমুল আউটলেট নিতে হলে 150 বর্গফুটের জায়গা থাকতে হবে।
  • আইসক্রিম পার্লার নিতে হলে 300 বর্গফুটের জায়গা থাকতে হবে।
  • একটি দোকান হতে হবে প্রধান সড়ক / বাজারে।

পুঁজি কত টাকা লাগবে?

আমুল আউটলেট নিতে হলে অ-ফেরতযোগ্য (Non Refundable) নিরাপত্তা হিসেবে 25,000 টাকা দিতে হবে। সরঞ্জামের জন্য 75,000 টাকা এবং দোকান মেইনটেন্যান্স এর জন্য 1 লক্ষ টাকা লাগবে। একটি আমুল আউটলেট খুলতে মোট 2 লক্ষ টাকার খরচ হবে।

আর, যদি আপনি আমুল আইসক্রিম পার্লার খুলতে চান তাহলে আপনাকে এর জন্য আরও বেশি টাকার খরচ করতে হবে। অ-ফেরতযোগ্য (Non Refundable) নিরাপত্তা হিসেবে দিতে হবে 50,000 টাকা। এছাড়া সরঞ্জামের জন্য 1.5 টাকা এবং দোকান মেইনটেন্যান্স এর জন্য 4 লক্ষ টাকা লাগবে। অর্থাৎ, একটি আমুল আইসক্রিম পার্লার খুলতে মোট প্রায় 6 লক্ষ টাকা খরচ হবে।

আরও পড়ুন – ফিনো পেমেন্ট ব্যাঙ্ক CSP কিভাবে নেবেন?

মাসিক কত টাকা লাভ হতে পারে?

আমুল আউটলেট কোন জায়গায় অবস্থান করছে, তার জায়গা অনুযায়ী মাসিক আয় হবে। দোকান সঠিক জায়গায় হলে প্রতি মাসে অন্তত 5 থেকে 8 লক্ষ টাকার পণ্য বিক্রয় হতে পারে। এছাড়া এর আরো একটি অন্য সুবিধা হলো কমিশন ভিত্তি করে কোম্পানি পানি দিয়ে থাকে। সেই অনুযায়ী আউটলেটে রাখা দুধের পণ্যে 2.5% থেকে 10% কমিশন পাওয়া যাবে।

আমুল আইসক্রিম পার্লারে থাকা আইসক্রিম পণ্যে 20% কমিশন পাওয়া যায়। এছাড়াও আইসক্রিম পার্লারে থাকা অন্যান্য পণ্য যেমন – স্যান্ডউইচ, পিৎজা, হট চকোলেট, ইত্যাদিতে 50 % কমিশন পাওয়া যাবে।

প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।

Amul Franchise এর জন্য আবেদন করবেন কিভাবে?

  1. প্রথমে আপনাকে আমূলের অফিসিয়াল ওয়েবসাইট amul.com -এ যেতে হবে।
  2. এরপর B2B -তে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  4. সবশেষে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 

এছাড়া আরও বিশদে জানতে অমুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

Official Website – Click Here

Join Our WhatsApp Group – Join Now

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানান। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

FAQ’s of Amul Franchise

AMUL -এর ফুল ফর্ম কি?

AMUL -এর ফুল ফর্ম হল Anand Milk Union Limited

AMUL এর অফিসিয়াল ওয়েবসাইট কি?

AMUL এর অফিসিয়াল ওয়েবসাইট হল amul.com

আমুলের হেল্পলাইন নম্বর কি?

আমুলের হেল্পলাইন নম্বর হল (022)68526666

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin