Krishak Bandhu Payment: কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন এবং ঢুকেছে কিনা কিভাবে জানবেন? রইল উপায়

Krishak Bandhu Payment: কৃষকদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কেন্দ্র সরকারের হলো প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) এবং রাজ্য সরকারের হলো কৃষক বন্ধু নতুন প্রকল্প (Krishak Bandhu New Scheme)।

কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের রবি মরশুম এবং খারিফ মরশুমের চাষের জন্য নূন্যতম 4 হাজার টাকা থেকে 10 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এছাড়াও এই প্রকল্পের আওতায় কোনো কৃষক 60 বছরের মারা যান তাহলে সেই কৃষকের পরিবার রাজ্য সরকারের তরফে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে।

গত বছর ডিসেম্বর মাসে রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন।

যদি এই যোজনায় ২০০০ টাকা করে না পান, তাহলে New Registration করুন

যে সমস্ত কৃষকের Account Valid রয়েছে কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, তবে চিন্তার কোনো কারণ নেই। একই দিনে সব কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। যদি আপনার ট্রানজেকশন স্ট্যাটাস “Account Valid” থাকে তাহলে আপনি খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা (Krishak Bandhu Payment) পেয়ে যাবেন।

কিভাবে জানবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা?

কৃষক বন্ধু টাকা ঢুকেছে (Krishak Bandhu Payment) কিনা জানার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন –

প্রথম পদ্ধতি :

  • Krishak Bandhu Payment Status জানার জন্য প্রথমে krishakbandhu.net ওয়েবসাইটে ভিজিট করুন,
  • এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করুন,
  • এরপর নথিভুক্ত কৃষকের ভোটার কার্ড নম্বর লিখে সার্চ বোতামে ক্লিক করুন,
  • এরপর যদি Transaction Successful লেখা দেখায় তবে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে হবে।

দ্বিতীয় পদ্ধতি :

কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা জানার সহজ উপায় হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক বা পাসবুক আপডেট করে চেক করা। অথবা আপনার ব্যাঙ্ক রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ চেক করা।

[PDF] আবাস প্লাস ফাইনাল লিস্ট ২০২৩, এই দ্বিতীয় লিস্টে নাম রয়েছে কিনা দেখুন

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, নাকি আসবে না, কিভাবে চেক করবেন?

  • এর জন্য আপনাকে krishakbandhu.net -এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  • এরপর “নথিভুক্ত কৃষকের তথ্য” এই অপশনে ক্লিক করুন,
  • পরবর্তী নতুন একটি পেজ খুলে আসবে,
  • এখানে নথিভুক্ত কৃষকের ভোটার কার্ডের নম্বর লিখে সার্চ অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন, দেখে নিন আপনার Account Valid রয়েছে নাকি Account Invalid
  • যদি স্ট্যাটাস Account Invalid হলে আপনার নিকটবর্তী কৃষি দফতরে যোগাযোগ করুন।

শুধুমাত্র ইতিহাস পরীক্ষার 27.02.2023 তারিখ বদলে 01.03.2023 তারিখ করা হয়েছে।

কৃষক বন্ধু প্রকল্পে Account Invalid সমস্যার সমাধান করবেন কিভাবে? জেনে নিন এখানে

Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

Important Links – Krishak Bandhu Payment

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

আরও পড়ুন 👇

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

👉 আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

👉 প্রত্যেক মোবাইল রিচার্জে ক্যাশব্যাক গ্যারেন্টি পাবেন, এই অ্যাপ থেকে করুন রিচার্জ।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin