যদি এই যোজনায় ২০০০ টাকা করে না পান, তাহলে New Registration করুন

PM Kisan New Farmer Registration: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু করা হয়েছে। ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এই যোজনাটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে লঞ্চ করা হয়েছিল।

এই যোজনার আওতায় থাকা সকল কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ৬০০০ টাকা করে দেয় কেন্দ্রীয় সরকার। বছরে এই তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রতি চার মাস অন্তর ২০০০ টাকা করে বছরে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। 

এখনও পর্যন্ত এই যোজনার অধীনে মোট ১৩ টি কিস্তি দেওয়া হয়েছে সুবিধাভোগী কৃষকদের। এখন অপেক্ষা ১৪ তম কিস্তির। যদি আপনি এই যোজনায় এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, তাহলে আপনি এই প্রতিবেদনে PM Kisan New Farmer Registration সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

PM Kisan Yojana কি?

দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকাভাবে সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার আওতায় থাকা কৃষকদের বছরে তিনটি কিস্তিতে ৪ মাস অন্তর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে প্রদান করে। তবে এখনও পর্যন্ত অনেকেই এই যোজনায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। আবেদন করা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন করবেন জেনে নিন।

PM Kisan New Farmer Registration যোগ্যতা?

  • যেকোনো ভারতীয় কৃষক এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • আবেদনকারী কৃষকের কাছে যেন ৫ একরের বেশি জমি না হয়।
  • কৃষকের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির রেকর্ড, ইত্যাদি নথি থাকতে হবে।

PM Kisan New Farmer Registration কিভাবে করবেন?

  • রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এর হোম পেজে যেতে হবে।
  • হোম পেজে থাকা New Farmer Registration অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর গ্রামীণ কৃষক হলে Rural এবং শহুরে কৃষক হলে Urban Farmer Registration অপশন বেছে নিতে হবে।
  • এরপর কৃষকের আধার নম্বর, মোবাইল নম্বর, রাজ্য সিলেক্ট করতে হবে এবং ক্যাপচা কোড লিখে Get OTP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইলে একটি OTP আসবে সেটি লিখে ভেরিফাই করতে হবে।
  • এরপর নতুন একটি ফর্ম খুলে আসবে।
  • এখানে কৃষকের আধার কার্ড, জমির তথ্য এবং ইত্যাদি তথ্য পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

মনে রাখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লেখার বা আপলোড করার কোনো অপশন পাবেন না, কারণ এখন কিস্তির টাকা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়। তাই আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রাখতে হবে।

আধার কার্ডে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, জানবেন কিভাবে?

PM Kisan New Farmer Registration Status Check

  • রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে https://pmkisan.gov.in -এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in -এর হোম পেজে যেতে হবে।
  • হোম পেজে থাকা Status of Self Registered Farmer/ CSC Farmers অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর কৃষকের আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখে Search অপশনে ক্লিক করলে আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন

FAQs

পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট কি?

পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট হলো – https://pmkisan.gov.in

পিএম কিষাণ যোজনার প্রধান উদ্দেশ্য কি?

পিএম কিষাণ যোজনার প্রধান উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা।

পিএম কিষাণ যোজনায় আবেদন কিভাবে করা হয়?

আমাদের এই প্রতিবেদনে পিএম কিষাণ যোজনায় আবেদন করার বিস্তারিত পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। জানতে ক্লিক করুন।

📌 LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

📌 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌 Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

📌 বীরভূম জেলায় মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin