রাজ্যের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট, কলকাতা (ISI, Kolkata) -তে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ইনস্টিটিউটের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নিয়োগ করা হবে অস্থায়ী চুক্তি ভিত্তিতে। অনলাইনে ইমেইলের মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রণালী, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
Advertisement No. | PU/507/ADV/125 |
নিয়োগকারী সংস্থা | Indian Statistical Institute, Kolkata |
পদের নাম | Research Associate |
মোট শূন্যপদ | বিশদে জানুন |
বেতন (₹) | ৪৭,০০০/- থেকে৫৪,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন (ইমেইল) |
আবেদনের শেষ তারিখ | ৩১ মে, ২০২৩ |
স্থান | কলকাতা |
অফিসিয়াল সাইট | www.isical.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Kolkata ISI Research Associate Recruitment 2023
পদের নাম– Research Associate
মোট শূন্যপদ– ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা– Kolkata ISI Research Associate Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীর পিএইচ.ডি (Ph.D) থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা– ১ মে, ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর অবধি হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন– ৪৭,০০০/- থেকে ৫৪,০০০/- টাকা।
রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ! আবেদন চলবে ১০ জুন পর্যন্ত, বিশদে জেনে নিন
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের ইমেইল মারফত আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর সিভি এবং প্রয়োজনীয় সমস্ত নথিগুলি একটি পিডিএফ ফাইল বানিয়ে সেটি ইমেইল করতে হবে নিচের ইমেইল এড্রেসে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।
আবেদন করার ইমেইল এড্রেস
headsqe@isical.ac.in
নিয়োগ প্রক্রিয়া
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগের সময়সীমা
প্রার্থীদের ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত নিয়োগের চুক্তি করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১০.০৫.২০২৩ |
আবেদন শুরু | ১০.০৫.২০২৩ |
আবেদন শেষ | ৩১.০৫.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.isical.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ, আবেদন শেষ তারিখ ৬ জুন
👉 DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
👉 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ
👉 বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে