রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ! আবেদন চলবে ১০ জুন পর্যন্ত, বিশদে জেনে নিন

জওহর নবোদয় বিদ্যালয় সমিতিতে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। জেনে নিন কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাNAVODAYA VIDYALAYA SAMITI
পদের নামবিশদে জানুন
মোট শূন্যপদ৩০০ টি
বেতন (₹)৩৪,১২৫ – ৩৫,৭৫০/-
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০ জুন, ২০২৩
স্থানবিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ
অফিসিয়াল সাইটnavodaya.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

West Bengal Navodaya Vidyalaya Teachers Recruitment 2023

পদের নাম– Post Graduate Teachers / Trained Graduate Teachers / Misc. Category Tr.

মোট শূন্যপদ– ৩০০ টি।

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স সম্পূর্ণ করার পাশাপাশি বিএড করা থাকতে হবে। CTET পাশ প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা– আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

মাসিক বেতন– ৩৪,১২৫ টাকা থেকে ৩৫,৭৫০ টাকা।

রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত

আবেদন পদ্ধতি

উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইমেলের মাধ্যমে নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাবেন। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে যোগ করে ইমেইল করে পাঠাতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ইমেইল আইডি গুলি পেয়ে যাবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক নীচে প্রদান করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ

নবোদয় বিদ্যালয়ের উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আগামী ১০ জুন, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটnavodaya.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

👉 রাজ্যে কেন্দ্রীয় সংস্থার অধীনে নিয়োগ, আবেদন করুন অনলাইনে

👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

👉 IDBI ব্যাঙ্কে ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?

👉 রাজ্যে একাধিক শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ! উচ্চ-মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন, বেতন ২২ হাজারের বেশি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin