মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

বর্তমানে দেশের সকল নাগরিকদের কাছে আধার কার্ডের পর প্যান কার্ড (PAN Card) একটি অতি প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে। সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত কাজের ক্ষেত্রে এই নথির প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে ব্যাঙ্কিং কাজের ক্ষেত্রে প্যান কার্ডের দরকার সবচেয়ে বেশি। লেনদেন বা যেকোনও আর্থিক কাজ এই নথিটি ছাড়া অচল। বাড়িতে বসে মাত্র ১০ মিনিটেই PAN Card তৈরি করা যায়, তাও আবার সম্পূর্ন বিনামূল্যে। প্যান কার্ডের নম্বরও তৎক্ষণাৎ পেয়ে যাবেন গ্রাহক।

PAN কার্ডের নম্বর ১০ সংখ্যার হয়ে থাকে। আয়কর বিভাগ এই নম্বর জারি করে। আধার কার্ডের ভিত্তিতে করদাতাকে e-PAN কার্ড প্রদান করা হয়। তাই আধার কার্ডে থাকা সমস্ত তথ্য যেমন – নাম, জন্ম তারিখ, লিঙ্গ সবই সঠিক থাকা উচিত। পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যাতে OTP ভেরিফাই করতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে মাত্র ১০ মিনিটের মধ্যে Instant e-PAN কার্ড পাবেন।

বিনামূল্যে Instant e-PAN Card আবেদন করুন

  • প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট https://www.incometax.gov.in/ এ যেতে হবে।
  • এরপর Quick Links সেকশনের অধীনে থাকা Instant E-PAN অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Get New e-PAN অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ১২ সংখ্যার আধার নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।
  • OTP ভেরিফাই করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। এরপর নিচের স্টেপ ফলো করে প্যান কার্ড ডাউনলোড করে নিন।

Note:- আপনি শুধুমাত্র e-PAN কার্ড পাবেন, আপনি এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। কোনো ফিজিক্যাল প্যান কার্ড পাবেন না।

কিভাবে e-PAN কার্ড ডাউনলোড করবেন?

  • প্রথমে আয়কর বিভাগের ওয়েবসাইট https://www.incometax.gov.in/ এ যেতে হবে।
  • এরপর Quick Links সেকশনের অধীনে থাকা Instant E-PAN অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Check Status/ Download PAN অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আধার নম্বর লিখে OTP ভেরিফাই করতে হবে।
  • এরপর আপনার E-PAN কার্ড তৈরির স্ট্যাটাস চলে আসবে এবং সেখানে দেখতে পাবেন Download e-PAN অপশন। আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে e-PAN কার্ড ডাউনলোড হয়ে যাবে।
  • আপনি এটি ব্যবহার করতে পারেন।

Mask Aadhaar Card ডাউনলোড করুন, অন্য কেউ আপনার আধার কার্ড অপব্যবহার করতে পারবে না

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin