বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার করুন, অনলাইনে মোবাইল দিয়ে

আপনি খুব সহজেই মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডের বিধানসভা পরিবর্তন পরিবর্তন করতে পারবেন। বিশেষ করে মহিলাদের বিয়ের পর ঠিকানার পরিবর্তন ঘটে, তাই ভোটার কার্ড ট্রান্সফার করাটা অত্যন্ত জরুরি।

ভোটার কার্ড ট্রান্সফার না করলে ভোটের সময় ওই মহিলাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসে ভোট দিতে হয়। তাই বিয়ের পর মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভোটার কার্ড ট্রান্সফার করতে হবে। পাশাপাশি যারা নতুন জায়গায় বসবাস করা শুরু করে তাদের ভোটার কার্ড ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। তাহলে কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড ট্রান্সফার করবেন তা বিস্তারিত জেনে নিন। Voter Card Transfer Online After Marriage in West Bengal

Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

কিভাবে ভোটার কার্ড ট্রান্সফার করবেন? (How To Transfer Voter Id Card After Marriage in West Bengal Online)

১) প্রথমে আপনাকে NVSP -র অফিসিয়াল ওয়েবসাইট nvsp.in -এর হোমপেজে যেতে হবে।

২) এরপর পোর্টালে লগইন করতে হবে। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে।

৩) লগইন করার পর ‘Application for Correction/Shifting/Duplicate EPIC and Marking of PwD’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর Self বা Family এই দুটি অপশনের মধ্যে যেকোনও একটি সিলেক্ট করে Next করতে হবে।

৫) আপনি ভোটার কার্ড ট্রান্সফার করতে চান, তাই আপনাকে Shifting of Residence অপশন সিলেক্ট করতে হবে।

৬) এরপর বর্তমান রাজ্য, জেলা, বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করতে হবে।

৭) এরপর নীচে দেখতে পাবেন আবেদনকারীর ভোটার কার্ডের বিবরণ।

৮) এরপর ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।

৯) মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিখতে হবে।

১০) এরপর বর্তমান ঠিকানা সঠিকভাবে লিখতে হবে।

১১) এরপর আপনার ঠিকানার প্রমাণ হিসেবে একটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। যেমন- আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, জলের বিল, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ব্যাঙ্কের পাসবুক ইত্যাদি।

১২) স্থান লিখে ক্যাপচা কোড পূরণ করে পূর্বদর্শন বা Preview অপশনে ক্লিক করতে হবে।

১৩) এরপর দেখে নেবেন ফর্ম পূরণ করা সঠিক হয়েছে কিনা, সঠিক থাকলে Submit অপশনে ক্লিক করবেন।

১৩) সাবমিট করার পর আপনি রেফারেন্স নম্বর পাবেন সেটি নোট করে রাখুন, পরে এই নম্বর দিয়ে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।

Aadhaar Card Update Free: আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না

ভোটার কার্ড আবেদন স্ট্যাটাস চেক কিভাবে করবেন?

১) প্রথমে আপনাকে NVSP পোর্টালে যেতে হবে।

২) এরপর Track Application Status অপশনে ক্লিক করতে হবে।

৩) ক্লিক করার পর আপনার রাজ্য সিলেক্ট করে রেফারেন্স নম্বর লিখতে হবে।৪) সবশেষে Track Status অপশনে ক্লিক করতে আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন

👉 কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করবেন?

👉 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

👉 মনে করতে পারছেন না অতীতে প্যান-আধার লিঙ্ক করা হয়েছিল কিনা! জেনে নিন এই সহজ উপায়ে

👉 Bhabishyat Credit Card Apply: যুবক-যুবতীদের ‘ভবিষ্যৎ’ গড়বে দুয়ারে সরকার! পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন, বিশদে জানুন

👉 PNB Swarnim : কৃষকদের পুরো ২ লাখ টাকা দিচ্ছে PNB, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ক্লিক করে আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin