ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

আপনি কি মাধ্যমিক পাশে সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুন সুখবর। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ GDS পদে ১২,৮২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদনের যোগ্য। এখানে কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, বেতন সহ আরও বিস্তারিত জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। India Post GDS Recruitment 2023

Advertisement No.No.17-31/2023-GDS (Dated- 20.05.2023)
নিয়োগকারী সংস্থাIndia Post
পদের নামগ্রামীণ ডাক সেবক (GDS)
মোট শূন্যপদ১২,৮২৮ টি
বেতন (₹)১০,০০০/- থেকে ২৯,৩৮০/-
আবেদন মাধ্যমঅনলাইন
নিয়োগ স্থানসারা ভারত
আবেদনের শেষ তারিখ১১ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.indiapost.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

India Post Gramin Dak Sevak Recruitment 2023

পদের নাম– India Post -এর পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিয়োগ করা হবে।

  • Gramin Dak Sevak (Branch Postmaster)
  • Gramin Dak Sevak (Assistant Branch Postmaster)

মোট শূন্যপদ– এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ১২,৮২৮ টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে। Circle Wise শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হলো –

Circle Nameশূন্যপদের সংখ্যা
অন্ধ্র প্রদেশ১১৮ টি
অসম১৫১ টি
বিহার৭৬ টি
ছত্তিশগড়৩৪২ টি
গুজরাট১১০ টি
হরিয়ানা৮ টি
হিমাচল প্রদেশ৩৭ টি
জম্মু কাশ্মীর৮৯ টি
ঝাড়খণ্ড১১২৫ টি
কর্নাটক৪৮ টি
মধ্য প্রদেশ২৯৯২ টি
মহারাষ্ট্র৬২০ টি
উত্তর পূর্ব৪৩৮৪ টি
ওড়িশা৯৪৮ টি
পাঞ্জাব১৩ টি
রাজস্থান১৪০৮ টি
তামিলনাড়ু১৮ টি
উত্তর প্রদেশ১৬০ টি
তেলেঙ্গানা৯৬ টি
উত্তরাখণ্ড৪০ টি
পশ্চিমবঙ্গ৪৫ টি
মোট শূন্যপদের সংখ্যা১২,৮২৮ টি

শিক্ষাগত যোগ্যতা– এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। স্থানীয় ভাষা (বাংলা) জন্য জরুরি। পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা সহ আবেদনকারী প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে।

বয়সসীমা– India Post Gramin Dak Sevak Recruitment 2023 এ আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স হিসাব করতে হবে ১১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

মাসিক বেতন– ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে নিযুক্ত প্রার্থীদের বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে –

পদের নামবেতনের পরিমাণ
Gramin Dak Sevak (Branch Postmaster)১২,০০০ – ২৯,৩৮০ টাকা
Gramin Dak Sevak ( Assistant Branch Postmaster)১০,০০০ – ২৪,৪৭০ টাকা

রাজ্যে মাধ্যমিক পাশে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

  • India Post Gramin Dak Sevak Recruitment 2023 এ আবেদন করার জন্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ -এ যেতে হবে অথবা, নিচের লিংকে ক্লিক করুন।
  • এরপর প্রথমবার আবেদন করছেন তাহলে Registration অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
  • রেজিস্ট্রেশন করার পর Apply Online -এ ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর লিখে লগইন করুন।
  • এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর আবেদন ফি জমা করুন (যদি প্রযোজ্য হয়)।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারী প্রার্থীদের। মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের বাছাই করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। আরও জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।

আবেদন ফি

  • UR/OBC/EWS – ১০০ টাকা।
  • SC/ST/PWD/Female – কোনো আবেদন ফি দিতে হবে না।
  • আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে Debit Card/Credit Card/Net Banking/UPI দিয়ে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন শুরু২২.০৫.২০২৩
অনলাইন আবেদন শেষ১১.০৬.২০২৩
আবেদন সংশোধন সময়সীমা১২.০৬.২০২৩ থেকে১৪.০৬.২০২৩ মধ্যে

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
ভাক্যান্সি ডিটেইলসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.indiapost.gov.in
আবেদন করুনApply Now
MORE JOB UPDATECLICK HERE

👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত

👉 কেন্দ্রীয় কয়লা খনি দপ্তরে ৬০৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

👉 স্কিল ইন্ডিয়ার মাধ্যমে মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ

👉 রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে

👉 মাধ্যমিক পাশ করলেই রাজ্যের এই স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা, কারা পাবেন, কিভাবে আবেদন করবেন?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin