Saha Institute Recruitment 2023: সাহা ইনস্টিউড অফ নিউক্লিয়ার ফিজিক্স (SINP) এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ইনস্টিটিউটের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন , আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | — |
নিয়োগকারী সংস্থা | SAHA INSTITUTE OF NUCLEAR PHYSICS |
পদের নাম | বিশদ দেখুন |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন, ২০২৩ |
স্থান | কলকাতা |
অফিসিয়াল সাইট | www.saha.ac.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
Saha Institute Recruitment 2023
১) পদের নাম (Post Name)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Assistant Administrative Officer – I পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
৩০.০৬.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৭৯,০৫৩/- টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ! কোন কোন পদে? বেতন কত?
২) পদের নাম (Post Name)
এখানে Establishment Officer পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
SINP Kolkata Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
৩০.০৬.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,০২,৫০১/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিম্নাংশে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে।
- এরপর বিজ্ঞপ্তির মধ্যে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নিচের ঠিকানায় জমা করতে হবে আবেদনকারী প্রার্থীদের।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- অভিজ্ঞতার প্রমাণ
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Professor-in-Charge, Registrar’s Office, Saha Institute of Nuclear Physics, 1/AF, Bidhannagar, Kolkata-700 064
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৬.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৬.০৪.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৬.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉বন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ
👉পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও
👉 টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন-টিচিং স্টাফ নিয়োগ
👉 AIIMS দিল্লিতে ৫২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮,৭৫০ টাকা থেকে শুরু
👉 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে