DVC Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি বিশেষ সুবর্ণ সুযোগ। দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রণালী, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | PLR- FTE/Contractual/2023/10 |
নিয়োগকারী সংস্থা | Damodar Valley Corporation (DVC) |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | ৫৬,১০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০১ জুলাই, ২০২৩ |
স্থান | পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড |
অফিসিয়াল সাইট | www.dvc.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
DVC Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে মোট তিনটি পদে নিয়োগ করা হবে।
- Assistant Engineer (IT)
- Assistant Director (HR)
- Assistant Manager (PR)
মোট শূন্যপদ (Total Vacancy)
- Assistant Engineer (IT) – ০৬ টি।
- Assistant Director (HR) – ০২ টি।
- Assistant Manager (PR) – ০২ টি।
সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কাজের অভিজ্ঞতা থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (Age Limit)
DVC Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবেই এখানে আবেদন করতে পারবেন।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০ টাকা বেতন দেওয়া হবে।
চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও
আবেদন পদ্ধতি (Apply Process)
এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন –
- প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in -এ ভিজিট করতে পারেন অথবা নীচে দেওয়া ডিরেক্ট লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
- এরপর আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- ফর্ম পূরণ করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার নম্বর, ঠিকানার বিবরণ সহ কোন পদের জন্য আবেদন করতে চান সেটি সিলেক্ট করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র,
- পরিচয়পত্র (আধার/ভোটার/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স),
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
- চার কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
- অন্যান্য ডকুমেন্টস।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে ইন্টারভিউয়ের তারিখ ও সময়, স্থান অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।
চাকরির খবরঃ বিমান পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করুন
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৭.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৭.০৬.২০২৩ |
আবেদন শেষ | ০২.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ
🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ
🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে
🔥 ফের জেলা আদালতে মাধ্যমিক পাশে Group-D কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি
Work from home packing job pawa jabe ki? Age 56 educational qualification 10 th pass
Aimar kaj dorkar
B.ed in Hindustani Classical Music